শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুজ্জামান রফিক। ছবি : সংগৃহীত
স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুজ্জামান রফিক। ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আটক হয়েছেন একজন।

আটক ছিনতাইকারীর নাম মেহেদী হাসান মুন্না (২৪)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকার আতিয়ার রহমানের ছেলে। ভুক্তভোগীরা হলেন- ভোমরার মেসার্স মা ট্রেডার্সের কর্মচারী ওবায়দুল্লাহ সরদার ও শওকত হোসেন। এর মধ্যে ওবায়দুল্লাহ গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।

ছিনতাইকারীদের ছিনতাই করে পালিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ এসেছে প্রতিবেদকের কাছে। ফুটেজে দেখা গেছে, ছিনতাইকারীদের মাস্টারমাইন্ড সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিক ছিনতাই করা টাকার ব্যাগ নিয়ে নিজেই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, ব্যাংক থেকে মোটরসাইকেলে করে ২৩ লাখ ৩৮ হাজার ৫শ টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন এক ব্যবসায়ীর দুই কর্মচারী। পরে দুটি মোটরসাইকেলে পাঁচজনের একটি দল পিছু নেয় তাদের। সুযোগ বুঝে তাদের ওপর আক্রমণ করে ছিনিয়ে নেয় টাকার ব্যাগ। এ সময় মুন্নাকে আটক করে স্থানীয়রা।

আটক ছিনতাইকারী মেহেদী হাসান মুন্না জানিয়েছে, অন্য ছিনতাইকারীরা হলেন- পৌর ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিক। তার সহযোগী থানাঘাটা এলাকার আরাফাত হোসেন, আবাদেরহাট এলাকার খোকন আলীর ছেলে নয়ন হোসেন এবং নলকুর এলাকার এজাজুল হক। ছিনতাইকারীরা সবাই স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুজ্জামান রফিকের কর্মী।

ওবায়দুল্লাহ সরদার বলেন, আমি ও শওকত আলী বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে ২৩ লাখ ৮৪ হাজার ৫শ টাকা তুলে মোটরসাইকেলে ভোমরায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসছিলাম। শওকত আলী মোটরসাইকেল চালাচ্ছিল আর আমি টাকার ব্যাগ নিয়ে তার পেছনে বসে ছিলাম। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ ছিনতাইকারী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের ফলো করে।

একপর্যায়ে বিকেল সোয়া পাঁচটার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড় এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে মোটরসাইকেলে আঘাত করলে শওকত মোটরসাইকেল থেকে পড়ে যায়। তখন আমি টাকার ব্যাগ নিয়ে একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করি। পরে তারা কয়েকজন মিলে আমাকে ধরে এলোপাতাড়ি মারধর করে কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

শওকত হোসেন বলেন, ছিনতাইকারীরা যখন টাকার ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল, তখন আমরা দুজন তাদের পিছে দৌড়াতে শুরু করি। এ কারণে একজন ছিনতাইকারী মোটরসাইকেলে উঠতে না পারায় আমরা তাকে ধরতে সক্ষম হই। কিন্তু বাকি ৪ ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়।

ভোমরার মেসার্স মা ট্রেডার্সের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. আমির হামজা বলেন, ভোমরা বন্দরের ব্যবসায়ীদের কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে। কিন্তু আমরা ব্যবসায়ীরা যদি ব্যবসার টাকা নিয়ে নিরাপত্তার সঙ্গে চলাফেরা করতে না পারি, তাহলে এই বন্দর দিয়ে কীভাবে ব্যবসা করব। আজ আমার টাকা ছিনতাই হয়েছে, কাল অন্য ব্যবসায়ীদের টাকা ছিনতাই হবে।

তিনি বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক মুন্নার দেওয়া তথ্যে মোট পাঁচ ছিনতাইকারীর সন্ধান পাওয়া গেছে। ইতোমধ্যে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, ছিনতাই করা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুজ্জামান রফিক। আমি এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুজ্জামান রফিক পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সদর থানার ওসি শামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুন্না নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া মোট চারজনের নামে মামলা হয়েছে। আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করে এর বাইরে কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত সময়ের মধ্যে আটক করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে চলন্ত বাসে ডাকাতি, ৫ যাত্রীকে ছুরিকাঘাত

একইদিন হার্ট অ্যাটাক : বোনের পর মারা গেলেন ডেনমার্ক প্রবাসী এমদাদ

এক দশক আগে নিখোঁজ সেই বিমানের খোঁজে মালয়েশিয়া

কালবেলায় সংবাদ প্রকাশ, ঘাঘটে প্রশাসনের অভিযানে ৩ জনের কারাদণ্ড 

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম বাতিল করে গেজেট প্রকাশ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ভাষানটেক থানা শাখার কমিটি গঠন

কামরুন্নাহার পপির স্মরণ সভা অনুষ্ঠিত

সোয়া নয় কোটি টাকা মূল্যের মাদকসহ কারবারি গ্রেপ্তার 

বনশ্রীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজের পোস্ট ইস্যু

১০

‘দায়িত্ব পেলে মালিক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত’

১১

জবির গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্বে দুর্জয় এবং ফয়সাল

১২

দৌলতদিয়ায় ৫ কিমিজুড়ে যানজট

১৩

মা তার ১০ মাসের সন্তানকে নিয়ে রাজপথে নেমে এসেছিল : জামায়াত আমির

১৪

হাসান আরিফ ছিলেন সর্বমহলে পরিচিত মুখ : ড. ফরহাদ

১৫

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে কর্নেল অলির শোক

১৬

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

১৭

পাকাপাকি ভাবে ভারত ছাড়ছেন কোহলি!

১৮

ভারত মহাসাগর থেকে শতাধিক রোহিঙ্গা উদ্ধার

১৯

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন ইমন 

২০
X