কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে মো. ছৈয়দ উল্লাহ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার হাকিমপাড়া ১৫নং ক্যাম্পের ব্লক ডি ১২-এর সামনের পাহাড়ে এ ঘটনা ঘটে।
ছৈয়দ উল্লাহ ১৫নং ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে। আহতরা হলো ১৪নং ক্যাম্পের ব্লক-এ/৩ ও ৪ এর সৈয়দ নূর (১৫) ও একই ক্যাম্পের এনায়েত রহমান (৬)।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, শুক্রবার সকালের দিকে ১৪নং ক্যাম্পে পাহাড় কাটার সময় মাটি ধসে পড়ে। এতে মাটির নিচে তিন শিশু চাপা পড়ে। এ সময় দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও ছৈয়দ উল্লাহ মাটিচাপা পড়ে মারা যায়।
তিনি বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন