গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সন্ধ্যায় কাপাসিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব-১।
জানা গেছে, মিজানুর রহমান গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় একাধিক মামলাও রয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর শহরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে দিয়ে রাজধানীর উত্তরা যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় কাপাসিয়া থানায় হস্তান্তর করে।
কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব-১ পোড়াবাড়ি গাজীপুর ক্যাম্প বিকেলে ঢাকা যাওয়ার সময় মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন