নেত্রকোনার আটপাড়ায় পিতাসহ ছাত্রদলেরে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতার নাম রাকিব। তিনি তেলিগাতী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক। অপর গ্রেপ্তার তার বাবার নাম পুতুল।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর বিকেল ৪টায় ছাত্রদল নেতা রাকিব আটপাড়া থানাধীন তেলিগাতী বাজারে লোহার রড, দা, রামদা, দিয়ে হত্যার উদ্দেশ্যে উপজেলার শ্রীরামপাশা গ্রামের মখলেছুর রহমানের ছেলে কবির মিয়ার (২৪) ওপর হামলা চালান। হামলায় কবির মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় কবির মিয়াকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে কবির মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আহত রাকিব মিয়ার পিতা মোখলেছুর রহমান ১৭ ডিসেম্বর ১১ জনকে আসামি করে আটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।
আহতের পিতা মোখলেছুর রহমান কালবেলাকে বলেন, আমার ছেলের অবস্থা বর্তমানে আশংকাজনক। এখনও হাসপাতালে ভর্তি আছে। আমি এর সঠিক বিচার চাই।
এ ব্যাপারে আটপাড়া থানার ওসি মো. আশরাফুজ্জামান কালবেলাকে বলেন, মোখলেছুর রহমানের নিয়মিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয় এবং আসামি গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন