বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার সরকার পতন হলেও দেশে-বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে। তার জন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। এই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য দেশে একটি নির্বাচিত সরকার দরকার।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় মুন্নুসিটিতে বিএনপির প্রশিক্ষণ বিভাগের আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ৫ আগস্টের আগে মানুষের দাবি ছিল স্বৈরাচার পতনের। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে। এটা বাস্তবায়নের জন্য বিএনপির নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে। জনগণকে ৩১ দফা সম্পর্কে জানাতে হবে। নিজেদেরও প্রস্তুত করতে হবে।
তিনি বলেন, বিগত সময়ে বিএনপির শাসনামলে দেশের বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছিল। আগামীতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন