নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনে ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে গেছে। এতে ট্রেনের বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এক ঘণ্টা দেরিতে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী আলিম সরদার, রাজ্জাক প্রামানিক বলেন, দুপুর বারোটার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে ৮টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পরেই চালক বুঝতে পারেন পেছনে ৮টি বগি পড়ে গেছে। পরে তিনি ট্রেনটিকে আবারও পেছন দিকে নিয়ে যায়। একপর্যায়ে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে এক ঘণ্টা পর ফের যাত্রা শুরু করেন। এই ঘটনায় কোনো অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি।
মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার উজ্জল আলী জানান, দুপুর ১২টা ১০ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলস্টেশনের ৩নং লাইনে প্রবেশ করে। সেখান থেকে ছেড়ে যাওয়ার সময় ‘ঝ’ এবং ‘ঞ’ বগির সংযোগ হুক ভেঙে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। মেরামত শেষে সোয়া ১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।তবে অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান তিনি।
মন্তব্য করুন