সাতক্ষীরার তালায় দুই সাংবাদিকের ওপর অতির্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টায় ইসলামকাঠি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিজেকে যুবদলকর্মী পরিচয় দেওয়া ‘সন্ত্রাসী’ রমজান সরদার (৩৬) এ হামলা চালিয়েছে বলে অভিযাগ উঠেছে।
আহত সাংবাদিকরা হলেন জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আক্তারুল ইসলাম ও স্থানীয় পত্রিকার সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি মো. আতাউর রহমান। এ ঘটনায় আহত দুই সাংবাদিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলকারী রমজান ঢ্যামশাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইসলামকাঠি ইউনিয়ন পরিষদে জমিজমাসংক্রান্ত বিরোধ মীমাংসার দিন ধার্য ছিল। এতে ওই সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা রমজান দেশীয় অস্ত্র হাতে তাদের ওপর হামলা করে। এতে আক্তারুল মাথায় গুরুতর জখম হয় এবং আতাউরকে কিলঘুষি মেরে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাংবাদিক আক্তারুল ইসলাম বলেন, ইসলামাকাঠি ইউনিয়ন পরিষদে আমার এক আত্মীয়ের জমিজমা নিয়ে বিরোধ মীমাংসার কথা ছিল। আমি ও আতাউর সে জন্য পরিষদে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে হামলা চালানো হয়। আতাউরকেও তারা পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হামলার বিষয়ে রমজান বলেন, সাংবাদিকদের এ সালিশে না থাকার জন্য বলেছিলাম। তারা কথা না শোনায় বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এ ঘটনায় আমিও আহত হয়েছি।
তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ আসেনি। এমন কিছু পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন