মুন্সীগঞ্জের গজারিয়ায় এক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়ন ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকার আলী আহমদ সুপার মার্কেটে আগুনের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে উপজেলার আরেক ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত হয়। দুইটি স্টেশনের ৪টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রিফাত মল্লিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বাজারের একটি সেলুনের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান, কাঁচামাল, ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। চারটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর জানা যাবে।
মন্তব্য করুন