জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলার বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২১ এপ্রিল একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে আব্দুল জলিলকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায়। এ নিয়ে তখন এলাকায় ব্যাপক হৈচৈ পড়ে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগেও তিনি আলোচিত। গত ২২ অক্টোবর দায়ের করা ছাত্রজনতার ওপর হামলা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল জলিলকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে আদালত পঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন