বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বেনাপোল ও খুলনা থেকে পদ্মা সেতু হয়ে নতুন ট্রেন

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা-খুলনা ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে নতুন এক জোড়া করে মোট দুই জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৪ ডিসেম্বর থেকে এই নতুন ট্রেন চলাচল শুরু হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর থেকে খুলনা-ঢাকা-খুলনা রুটে এক জোড়া এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন সিডিউল অনুযায়ী, সকাল ৬টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছাবে। সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস নামে বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে। যশোর জংশন হয়ে দুপুর আড়াইটায় বেনাপোলে পৌঁছাবে।

রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল সাড়ে ৩টায় বেনাপোল থেকে যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এরপর ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। রূপসী বাংলা এক্সপ্রেস যাত্রাবিরতি করবে (আপ ও ডাউন) যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশনে এবং জাহানাবাদ এক্সপ্রেস যাত্রাবিরতি করবে নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে।

ট্রেন বন্ধ থাকবে সোমবার। ট্রেনে আসন সংখ্যা ৭৬৮টি। সিডিউল অনুযায়ী, ঢাকা থেকে বেনাপোলে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে পৌনে ৪ ঘণ্টা।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, যশোর থেকে বর্তমানে তিনটি আন্তঃনগর ট্রেন ঢাকায় যাতায়াত করছে। এর মধ্যে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস যশোর থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-রাজবাড়ি-ভাঙ্গা হয়ে ঢাকায় যাতায়াত করছে। আর খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী হয়ে যমুনা সেতু দিয়ে ঢাকায় যাতায়াত করছে। এই ট্রেনগুলোর রুট পরিবর্তনের (যশোর-নড়াইল-ভাঙ্গা হয়ে ঢাকা) খবরে ইতোমধ্যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়িতে রেল অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এ কারণে এই ৩টি ট্রেনের পুরোনো রুট পরিবর্তনের পরিকল্পনা থেকে সরে এসেছে রেল বিভাগ। ফলে আপাতত ওই ট্রেনগুলো বর্তমান রুটেই চলাচল করবে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, বেনাপোল থেকে ঢাকায় যাতায়াতের জন্য রূপসী বাংলা এক্সপ্রেস নামে নতুন একটি ট্রেন চলাচলের সিডিউল পাওয়া গেছে। সিডিউল অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর থেকে ট্রেনটি চলাচল করার কথা। একই দিনে খুলনা থেকে এই ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে খুলনা-ঢাকায় চলাচল করবে।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে একটি নতুন ট্রেন চলাচলের সিডিউলের খবর পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

চট্টগ্রামে খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবককে হত্যা

ওয়ার্ল্ড ভিশনে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ, থাকছে অনেক সুবিধা

মেয়ের বাড়ি যাওয়া হলো না বৃদ্ধার

স্নাতক পাসে আড়ংয়ে চাকরির সুযোগ

ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ছবি ইজতেমা মাঠের নয়

জামালপুরের সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নোবিপ্রবিতে প্রথমবারের মতো ‘মিট আপ উইথ ভাইস চ্যান্সেলর’ অনুষ্ঠিত

প্রয়োজন পরিবেশদূষণের টেকসই সমাধান : ব্যারিস্টার ফুয়াদ

চলে গেলেন তথ্যপ্রযুক্তির নায়ক এস এম কামাল

১০

বাংলাদেশকে ৭ হাজার ৭৪০ কোটি টাকা দিচ্ছে আইএমএফ

১১

গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য : চসিক মেয়র

১২

খেলাফত মজলিসে যোগ দিলেন মাওলানা শাহীনূর পাশা

১৩

চবিতে গুপ্ত হত্যার প্রতিবাদ

১৪

পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

১৫

আরাফাতের শতকের পরও হারল নৌবাহিনী

১৬

যশোরে মাদ্রাসার ভিডিওটি ‘যেমন খুশি তেমন সাজো’

১৭

ইরানের পরমাণু চুক্তি নিয়ে যা বলল জাতিসংঘ

১৮

ইজতেমায় সংঘর্ষের ঘটনায় জামায়াতের বিবৃতি

১৯

ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় হেফাজতের নিন্দা 

২০
X