ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি খাস খতিয়ানের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের এক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এক্তারপুর এলাকার বাসিন্দা হরষপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জারু মিয়া ও তার স্বজন মো. সহিদুল হক এবং আমজাদ হোসেন তিনজন মিলে যৌথভাবে এ ভবন নির্মাণ করছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর মৌজার ২০৮৭ নম্বর দাগের এক্তারপুর খেলার মাঠ সংলগ্ন ও এক্তারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে খাস জায়গা দখল করে বভন নির্মাণ কাজ চলছে।
স্থানীয়রা বলেন, অভিযুক্তরা এলাকার প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলছে না। তারা প্রভাব দেখিয়ে নিজেদের মতো করে সরকারি জায়গা দখল করে এ ভবন নির্মাণ করছেন।
এ বিষয়ে অভিযুক্ত জারু মিয়া বলেন, এটা কাগজেপত্রে গোরস্তানের জায়গা। এখানে আমি একা কোনো কিছু করিনি। এলাকার আরও অনেকেই টিন দিয়ে ঘর করে দোকান চালাচ্ছে। এখন এই জায়গা যদি সরকারের কোনো প্রয়োজন হয়, তবে সবার যে গতি হবে আমারও তাই হবে।
সরকারি খাস জায়গা দখল করে ভবন নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা উল্লিখিত কাজে বাধা দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাজাহেরুল হক বলেন, আমি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।
মন্তব্য করুন