পিরোজপুরের মঠবাড়িয়ায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়ামের মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) মঠবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহেল আহম্মেদ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।
তিনি জানান, ইব্রাহিম হাসান সিয়াম নিখোঁজ হওয়ার তিনদিন পর আজ বিকেল ৩টার দিকে পশ্চিম মিঠাখালী কালিরহাট বাজার নিকটবর্তী জেসমিন সেভেন ফ্যাক্টরির বিপরীতে খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। পশ্চিম মিঠাখালী এলাকার বাসিন্দা কৃষক আবদুল জলিল গোসল করতে নেমে লাশ দেখতে পান।
ইব্রাহিম হাসান সিয়াম উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের অটোচালক মানিক হাওলাদারের ছেলে। সে ৭৯ নম্বর পূর্ব ছোট মিঠাখালী (আকন বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, মঠবাড়িয়া-বড়মাছুয়া খালের পশ্চিম মিঠাখালী ইয়াসিন খাঁর বাড়ির জামে মসজিদ সংলগ্ন শাখা খালে সিয়াম ও তার বন্ধু আজিম সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ক্রিকেট খেলা শেষে খালে সাঁতার কাটতে যায়। দুই বন্ধু সাঁতার শেষে একপর্যায়ে কচুরিপনার উপরে ওঠে। এ সময় জোয়ারে প্রবল স্রোতে তারা কালভার্টের নিচে চলে যায়। আজিম চলে আসতে পারলেও সিয়াম তলিয়ে যায়।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহেল আহম্মেদ কালবেলাকে বলেন, গত তিনদিন ধরে স্কুলছাত্র সিয়ামকে উদ্ধারের কাজ চালিয়েছি। আমাদের সঙ্গে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিরাও উদ্ধার কাজে অংশ নেন। আমরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
মন্তব্য করুন