যশোরের বেনাপোল সীমান্তে ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পাচভুলট বিওপি এলাকার ইছামতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরসীদ আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পাচভুলট বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১৭/৭এস-এর ১০২আর পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং সীমান্তের শূন্য লাইন থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারির মোড় এলাকায় লাশটি পড়ে ছিল।
তিনি আরও বলেন, কে বা কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি। লাশের পরিচয়ও শনাক্ত হয়নি। মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে মরদেহটি এখানে এলো এবং এই হত্যাকাণ্ড কীভাবে ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।
মন্তব্য করুন