ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার বিজিবি ক্যাম্পের পুকুর পাড় থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
কসবা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিরাপত্তা বাহিনীর মাইন বিশেষজ্ঞ দলের সদস্যরা মর্টারশেলটি পরীক্ষা করবেন। আমাদের পুকুর পাড়ে ময়লা নিতে আসে এক টোকাই। পুরাতন লোহা ভেবে বস্তায় ভরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে। স্থানীয় এক যুবক বাধা দিলে মর্টারশেলটি ফেলে চলে যায়। পরে আমাদের ক্যাম্পে জানালে এটি উদ্ধার করি।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, মর্টারশেলটি বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় ফেলে রাখা হয়। তবে মর্টারশেলটি নিষ্ক্রিয় কিনা তা আপাতত বলা যাচ্ছে না।
কসবা থানার ওসি মো. আব্দুল কাদের কালবেলাকে বলেন, মর্টারশেলটি পুরাতন এবং পরিত্যক্ত। মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে। মর্টারশেল পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই জানা যাবে মর্টারশেলটি সক্রিয় কিনা। বর্তমানে মর্টারশেল বিজিবির বিশেষ পাহারায় রাখা হয়েছে।
মন্তব্য করুন