সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

কমলা চাষে বাজিমাত গাইবান্ধার কৃষক মলয়ের

মলয় কুমার লিটনের কমলা বাগান। ছবি : কালবেলা
মলয় কুমার লিটনের কমলা বাগান। ছবি : কালবেলা

সেই ২০১০ সালের দিকে আড়াই বিঘা জমিতে শুধু গোলাপের চাষ করেছিলেন মলয় কুমার লিটন। করোনার সময়ে ফুল বিক্রি না হওয়ায় মাথায় যেন বাজ পড়েছিল তার। ক্ষতি এড়াতে পরে বন্ধুর পরামর্শে ২০১৯ সালে লাগিয়েছিলেন শতাধিক চায়না ও দার্জিলিং কমলা চারা। সেই কমলায় বাজিমাত করেছেন তিনি। ফলিয়েছেন ৩০ মণের বেশি মিষ্টি কমলা। ফ্রি খাইয়েছেন দর্শনার্থীদের আর বিক্রিও করেছেন আড়াই লাখ টাকা।

ওই কৃষকের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ২০ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম পূর্ব ছাপড়হাটিতে গিয়ে দেখা যায়, রাস্তার দক্ষিণ পাশে সারি সারি লাগানো গাছে পাকা টসটসে কমলা ঝুলছে। সেই কমলা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ছোট-বড় অনেকেই। দেখছেন বাগান ঘুরে ঘুরে। কেউ বা ফ্রি টেস্ট করছেন, আবার কেউ বা দুশ টাকা কেজি দরে কিনছেন ওই কমলা।

দর্শনার্থীরা বলছেন, তারা আগে কমলা খেয়েছেন বটে। কিন্তু একেবারে নাকের ডগায় এভাবে চায়না ও দার্জিলিং কমলার চাষ কখনো দেখেননি। তার ওপর মানও খানিকটা ভালো হওয়ায় বিমোহিত দর্শনার্থীরা।

স্থানীয় অধিবাসী মিজানুর রহমান ভূইয়া বলেন, মলয়ের কমলা ও ফুলের বাগান দেখতে বিভিন্ন জায়গা থেকে ছেলে-মেয়েরা আসে। মলয়ের মতো আরও অনেকেই যদি এমন বাগান করে, তবে এলাকার মানুষ অর্থনীতিতে অবদান রাখবে।

এ ছাড়ায়ও ফলনে ঘাটতি হয় না বলে কমলা গাছের নিচে দুই হাজার ব্যাগে চাষ করেছেন আদা। ফুল ও ফলের জমিতে সমন্বিত আদার ফলনও যে বাম্পার হতে পারে সেটাই ঘুরে দেখা যায় মলয়ের বাগানে। তার আশা ফলন হতে পারে কমপক্ষে ২ হাজার কেজি। এতে হাতে আসবে তার অন্তত ২ লাখ টাকা।

পশ্চিম ধারে গোলাপের বাগানে ফোটে হরেক রঙের দেশি, বিদেশি ও হাইব্রিড গোলাপ। সে গোলাপ যায় শহরের বিভিন্ন ফুলের দোকানে। আর এই গোলাপ বিক্রিতেই আসে অন্তত দেড় লাখ টাকা।

করোনার সময় গোলাপ চাষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যশোরের এক বন্ধুর পরামর্শে কমলার বাগান করেছেন বলে জানিয়েছেন সফল কৃষক মলয় কুমার লিটন। তিনি কালবেলাকে বলেন, ২০১৯ সালে শতাধিক চারা লাগিয়েছি। ২০২১ সালে দুই একটি গাছে ৪-৫টি কমলা ধরেছিল। রংও তখন ভালো হয়নি। তবে ২০২৩ সালে ১০-১২ মণ কমলা ধরেছিল। রংও ছিল দারুণ! কিন্তু বিক্রি করিনি। সবাইকে দিয়েছি। এবার অন্তত ৩০ মণ কমলা ধরেছে। দর্শনার্থীরাও খাচ্ছে। আবার তারাই প্রতি কেজি কমলা ২০০ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির কালবেলাকে বলেন, ভালো ফলন পেতে কমলা চাষি মলয়কে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ স্কুলে ইসরায়েলের মিসাইল হামলা

গাজায় ইসরায়েলের মুহুর্মুহু হামলা, শতাধিক নিহত

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

০৪ এপ্রিল : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

০৪ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

বাণিজ্যের বিশ্বযুদ্ধ শুরু করলেন ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি যুবক নিহত, লাশ ফেরত চায় পরিবার

‘ইসলাম অত্যন্ত আধুনিক ও উদার ধর্ম’ লোকসভায় কংগ্রেস নেতা

সরোজা ম্যাগাজিনে প্রকাশিত প্রবন্ধের প্রতিবাদ এবি পার্টির

১০

লিগের বাধা গুড়িয়ে আদালতে বার্সার বড় জয়

১১

বিএনপি ক্ষমতায় গেলে ত্যাগী নেতাদের পরিবারও মূল্যায়িত হবে : রহমাতুল্লাহ

১২

‘একটা গোষ্ঠী নির্বিঘ্নে চাঁদাবাজি-দখলদারি করার জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে’

১৩

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আহবান ড. ফরিদুজ্জামানের

১৪

লাঙ্গলবন্দে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্নান

১৫

সৌদি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ১২ রেমিট্যান্স যোদ্ধা

১৬

মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ কাণ্ডে আটক ১

১৭

ধর্মীয় সহিংসতার উস্কানি : এবি পার্টির প্রতিবাদ

১৮

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি চীনের

১৯

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ

২০
X