দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে কাটছে প্রতিটি মুহূর্ত। চোখের সামনে সন্তানের এই করুণ অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারেননি গর্ভধারিণী মা। সিদ্ধান্ত নিয়েছেন নিজের কিডনি দেবেন আদরের সন্তানকে।
কিন্তু অস্ত্রপচারে যে খরচ, সেটি মেটাবার সামর্থ্য নেই ঋণের জালে জর্জরিত পরিবারটির। চিকিৎসকরা জানিয়েছেন, শিগগিরই অপারেশন করা না গেলে বাঁচানো যাবে না রোগীকে। ভয়াবহ এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের কাছে সহায়তার হাত পেতেছে পরিবারটি।
হাসপাতালের বেডে শুয়ে এভাবেই বাঁচার আকুতি জানান শোভন চন্দ্র কুরী। ইচ্ছে ছিল, পড়শোনা শেষ করে বাবার সঙ্গে ধরবেন সংসারের হাল। কিন্তু হাসপাতালের বেডে শুয়ে এভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা লড়ছেন তিনি।
২৪ বছরের শোভনের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। মা কিডনি দান করতে চাইলেও টাকার অভাবে সেটিও সম্ভব হচ্ছে না। তাই হাসপাতালের বেডে শুয়েও পরিবার নিয়ে চিন্তিত শোভন। পরিবারকে এত বড় বিপদের মুখে ঠেলে দিয়েছেন এমন চিন্তা মাথায় এলেই কান্না করেন তিনি। এমনটাই জানান শোভন চন্দ্র কুরী।
এত প্রতিকূলতার পরও স্বপ্ন দেখেন একদিন সুস্থ হয়ে পরিবারের হাল ধরবেন। তাই সমাজের বিত্তবানদের কিডনি প্রতিস্থাপনের খরচ মেটাতে এগিয়ে আসার আকুতি তার।
লক্ষ্মীপুর পালপাড়ার বাসিন্দা বাবা দীলিপ চন্দ্র কুরীর ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও কয়েক মাস আগেই তা আগুনে পুড়ে গেছে। তারপরও ছেলের চিকিৎসায় গত কয়েক মাসে ব্যয় করেছেন ৮/৯ লাখ টাকা, যার বেশির ভাগই আত্মীয়-স্বজনদের কাছ থেকে ঋণ করা। এমন অবস্থায় সহায়-সম্বল হারানোর উপক্রম ৫ সদস্যের এই পরিবারটির। ছেলেকে বাঁচাতে দুটি কিডনিই দিতে প্রস্তুত মা শিল্পী রাণী রায়, কিন্তু টাকার অভাবে তা হচ্ছে না কিছুতেই।
বাবা দীলিপ চন্দ্র বলেন, ছেলের দুটি কিডনিই ড্যামেজ হয়ে গেছে। গত কয়েক মাস ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখন ডাক্তার বলেছেন, ছেলেকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতেই হবে। আমার মতো মানুষের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। সিকেডি হাসপাতালের সিনিয়র কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, শোভন চন্দ্র কুরীকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে।
শোভন চন্দ্র কুরী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। তাকে সাহায্য করা যাবে সজল চন্দ্র রায়ের ব্যাংক অ্যাকাউন্টে, ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ শাখা, হিসাব নং ৬৪৪১ এবং বিকাশ নম্বর (পারসনাল) ০১৮১৫৭২৫৪০০ এই নম্বরে।
মন্তব্য করুন