কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিহান হত্যাকাণ্ড, গ্রেপ্তার ৬

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় জড়িতদের নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় জড়িতদের নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে গাজীপুরের সালনা, কোনাবাড়ি, বাসন ও টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন- তাকওয়া পরিবহনের চালক ও ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার আমগাছীহান্দা গ্রামের হালিম উদ্দিন সরওয়ার হোসেন (২৮), সিএনজিচালিত অটোরিকশাচালক ও কুড়িগ্রাম রৌমারি উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে নাজিম উদ্দিন (৩৫), সিএনজিচালক ও কুড়িগ্রাম ওলিপুর থানার মধুপুর গ্রামের আজগর আলীর ছেলে ফুল ইসলাম (৪২)।

আজমেরি বাসের হেলপার ও লক্ষ্মীপুর সদরের জামেরতলী গ্রামের মালেকের ছেলে জুয়েল (২৪), তাকওয়া বাসের স্টাফ ও জয়পুরহাটের মোহনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. মিলন (২৭) ও চা দোকানি ভোলার চরফ্যাশনের সুলতান বয়াতির ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আমিনুল ইসলাম বলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবীর হোসেন শিহান মৌচাক হানিফ স্পিনিং মিলের সামনে গত বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীদের কবলে পড়েন। আসামিরা তাজবীরকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন, স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ মানিব্যাগ ও হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনায় মামলা হলে জড়িতদের গ্রেপ্তারে নামে পুলিশ। প্রথমে একটি চোরাই মোবাইল কারবারি আনোয়ার হোসেন থেকে নিহতের মোবাইল উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করা হয়। সোমবার রাতে সালনা, কোনাবাড়ি, বাসন ও টঙ্গীতে অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা একটি ছিনতাইকারী চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সিএনজিতে করে চন্দ্রা, মৌচাক, কোনাবাড়ি, চৌরাস্তা ও টঙ্গী এলাকায় ছিনতাই করে। তাদের থেকে নিহতের মোবাইল ফোন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ চারটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রবিউল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ, মৌচাক পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম প্রমুখ।

গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে অফিসে যাওয়ার পথে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হানিফ স্পিনিং মিলের সামনে শিহানকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধাওয়া খেয়ে পালালেন গরিবের টাকা খাওয়া ইউপি সদস্য

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ বিল পাসের প্রতিবাদে জামায়াতের প্রতিবাদ

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে মোদির আচরণ কেমন ছিল, জানালেন প্রেস সচিব

মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের হাতে ভাই খুন

ইসরায়েলের বিরুদ্ধে আরব লীগের অবস্থান, মহাসচিবের বার্তা

নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেলেন রিয়ালের চার ফুটবলার

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নতুন প্ল্যাটফর্ম চালু করছে টিকটক, পাওয়া যাবে যে সুবিধা

কর্ণফুলীতে জেলের জালে নারীর লাশ

জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

১০

ব্রহ্মপুত্র তীরে অষ্টমীর স্নানে লাখো পুণ্যার্থী

১১

আহত জাকিরকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম

১২

বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দিতে চায় : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

পরকীয়ার জেরে স্বামীকে খুন, স্ত্রীর দায় স্বীকার

১৪

থাইল্যান্ড গিয়ে পুরোনো বন্ধুর সঙ্গে দেখা ড. ইউনূসের

১৫

পোশাক খাত সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষির উপায় খুঁজছে বাংলাদেশ

১৬

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৬০ শিশু-কিশোর

১৭

স্পেশালিস্ট পদে নিয়োগ দিচ্ছে ফুডপান্ডা

১৮

মিম হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৯

সাত জেলায় মৃদু তাপপ্রবাহ, বাড়বে তাপমাত্রা

২০
X