রংপুরের গঙ্গাচড়ায় ১১ মাস বয়সী শিশু সন্তানকে মাটিতে আছাড় মেরে হত্যাচেষ্টার অভিযোগে সজিব মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চেংডোবা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা হামিদা বেগম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে বাড়ি থেকে বের করে দেয় সজিব মিয়া। পরে তার স্ত্রী হামিদা বেগম ‘লিগ্যাল এইড’সহ স্থানীয় গণ্যমান্য লোকজনকে বিচার দিলেও কোনো সমাধান হয়নি। সোমবার সন্ধ্যায় সজিব মিয়া তার মা ও বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। এ সময় সজিব শিশুপুত্রকে নিয়ে যাবে বলে গালাগালসহ নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।
এতে তার স্ত্রী অপারগতা প্রকাশ করলে সজিব তার শিশুকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারে। পরে ক্ষান্ত না হয়ে তার দুই হাত দিয়ে শিশুপুত্রের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে স্থানীয়রা এগিয়ে এলে সজিবের মা-বাবা পালিয়ে যান। পরে সজিবকে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাকে তাদের হাতে সোপর্দ করে এলাকাবাসী।
গঙ্গাচড়া থানার ওসি আবু হানিফ বলেন, নিজের শিশু সন্তানকে হত্যা চেষ্টার অভিযোগে সজিব মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন