ঝিনাইদহ সদরে গরু নিয়ে পালানোর সময় গণপিটুনিতে ৪ ডাকাত আহত হয়েছেন। এ সময় অন্তত ১০টি গরু উদ্ধার করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নাথকুন্ডু এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, যশোর জেলা শহরের আশ্রমরোড এলাকার কোরবান শেখের ছেলে মানিক শেখ, একই এলাকার জব্বার মিয়ার ছেলে সাইফুল, বাগেরহাট জেলার ফকিরহাট থানার কচাতলা গ্রামের সেলিম শেখের ছেলে সাইফুল শেখ ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী গ্রামের মতিয়ার রহমানের ছেলে আশরাফুল হোসেন।
সদর উপজেলার সাগান্না ইউনিয়ন বিএনপির নেতা রাজু আহম্মেদ শিপন জানান, চুয়াডাঙ্গা জেলা থেকে কয়েকজন ব্যবসায়ী ছোট আকারের ১০টি গরু ট্রাকে করে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাতরা ওই ট্রাকটির গতিরোধ করে চালক ও কয়েকজন ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে দ্রুত ওই ট্রাকের ১০টি গরু নিজেদের ট্রাকে তুলে পালানোর চেষ্টা করে ডাকাতরা। তখন পেছনে থাকা মোটরসাইকেল আরোহী শিমুল ও অপর এক ব্যক্তি ডাকবাংলা পুলিশ ক্যাম্পে বিষয়টি জানিয়ে ট্রাকের পেছনে ডাকাত ডাকাত বলে ছুটতে থাকে। একপর্যায়ে ডুগডুগি এলাকায় ডাকাতরা ট্রাকের ধাক্কা দিয়ে তাদের ফেলে দেয়। পরে সাগান্না ইউনিয়নের নাথকুন্ডু এলাকায় পৌঁছালে এলাকার লোকজন টের পেয়ে ডাকাতদের ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নেওয়াজ কালবেলাকে জানান, গণপিটুনিতে আহত ডাকাতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরতর।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের আটক করে এবং গরুসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। গরুগুলোকে পরবর্তী সময়ে তাদের মালিকের কাছে বুঝে দেওয়া হবে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন