নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার পূর্বাচল ২ নম্বর সেক্টর বউরারটেক এলাকার লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মো. মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা লেকের পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তরুণীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির পরিচয় শনাক্তের জন্য নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের মর্গে লাশের ময়নাতদন্তও করা হবে। তারপরই মৃত্যুর কারণ বলা যাবে।
এর আগে ১৩ নভেম্বর পূর্বাচল ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে এক যুবকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়।
মন্তব্য করুন