রাজশাহীর তানোর উপজেলায় সিএনজি চালকদের সঙ্গে বাস শ্রমিকদের মারামারির জেরে রাজশাহী থেকে সকল রুটে আজও বাস বন্ধ রেখেছে বাস শ্রমিকরা।
সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা এবং রাজশাহী থেকে ঢাকায় বাস ছেড়ে গেলেও মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে তা আবারও বন্ধ করে দেয়া হয়েছে। ফলে যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়েছে।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
শ্রমিকরা জানান, জেলা উপজেলা রুটগুলোতে সিএনজি বন্ধসহ দোষীদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালাবেন। এছাড়া দফায় দফায় প্রশাসনের সঙ্গে আলোচনা করেও তা ফলপ্রসূ না হওয়ায় এই অচল অবস্থা তৈরি হয়েছে। রাজশাহী মহানগরী থেকে শুধু বিআরটিসি বাস বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে। বাস বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।
সোমবার রাজশাহীর তানোরে সিএনজি শ্রমিকদের হামলায় বাস শ্রমিকদের অন্তত ৬ জন আহত হন। এই ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা। একই সঙ্গে সিরোইল বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে বাস টার্মিনালে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হলে তারা অবরোধ তুলে নেয়ার কথা জানান।
বাস মালিক ও শ্রমিক নেতাদের তথ্য মতে, রাজশাহীতে বিআরটিএর অনুমোদন ছাড়াই অবৈধভাবে শতাধিক সিএনজি চলাচল করছে। এ বিষয়ে বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে বারংবার অভিযোগ করা হচ্ছে। তবে পুলিশ এনিয়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
মন্তব্য করুন