পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

দুর্বল হয়ে মাটিতে পড়ল হিমালয়ান গৃধিনী শকুন

উদ্ধারকৃত শকুনটিকে বনবিভাগের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। ছবি : কালবেলা 
উদ্ধারকৃত শকুনটিকে বনবিভাগের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। ছবি : কালবেলা 

লালমনিরহাটে দুর্বল হয়ে মাটিতে আছড়ে পড়েছে ৭ ফুট প্রস্থের একটি বিপন্নপ্রায় হিমালয়ান গৃধিনী শকুন। পরে তাকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে ‘ওয়াইল্ডলাইফ স্ন্যাক অ্যান্ড রেসকিউ টিম ইন বাংলাদেশ’।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে শকুনটিকে পীরগাছার জেএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হস্তান্তরের জন্য আনা হয়। এ সময় বৃহদাকার শকুনটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় করতে থাকে।

এর আগে শকুনটি গতকাল রোববার লালমনিরহাট সদর থেকে উদ্ধার করা হয়েছিল।

ওয়াইল্ডলাইফ স্ন্যাক অ্যান্ড রেসকিউ টিম ইন বাংলাদেশের পীরগাছা প্রতিনিধি মাহমুদুল হাসান সোহেল কালবেলাকে জানান, এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে পীরগাছা থেকে একই প্রজাতির আরেকটি শকুন তারা উদ্ধার করেছিলেন। সেটিকে শনিবার দিনাজপুরের সিংড়া শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে হস্তান্তর করে রোববার বাসায় ফেরার পথে খবর পান লালমনিরহাট সদরে আরও একটি শকুন লোকালয়ে বিচরণ করছে। পরে তারা সেখান থেকে শকুনটিকে উদ্ধার করে পীরগাছায় নিয়ে যান।

স্থানীয়রা জানান, এক সময় মৃত প্রাণীর ওপর ঝাঁকে ঝাঁকে শকুন নেমে আসত। তবে এখন বড় গাছ কমে যাওয়ায় শকুন তেমন দেখা যায় না। তারা আরও জানান, এতো বড় শকুন তারা আগে দেখেননি।

সংগঠনের প্রতিনিধি নূর হাসান নাহিদ বলেন, এই শকুন হিমালয় অঞ্চলের একটি পরিযায়ী প্রজাতি। শীতকালে খাবারের অভাবে তারা প্রায় ২ হাজার মাইল অতিক্রম করে বাংলাদেশে চলে আসে। দুর্বল হয়ে পড়লে অনেক সময় মাটিতে পড়ে যায়।

পীরগাছা বন বিভাগের প্রতিনিধি ময়েন উদ্দিন কালবেলাকে জানান, তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শকুনটির সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ওয়াইল্ডলাইফ স্ন্যাক অ্যান্ড রেসকিউ টিম ইন বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ এবং বিপন্ন প্রজাতি রক্ষায় তাদের কাজ অব্যাহত রাখার কথা জানান।

সচেতন মহলের দাবি, এ ধরনের বিপন্ন প্রাণীগুলো রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। সঠিক উদ্যোগের মাধ্যমে এই বিরল প্রজাতির শকুনগুলো বেঁচে থাকার নতুন সম্ভাবনা পাবে।

বাংলাদেশ বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা জানান, পৃথিবীতে দ্রুততম বিলুপ্ত হতে চলা প্রাণী শকুন। তাই শকুনমাত্রই বিশ্বে ‘মহাবিপন্ন’ (Critically Endangered)। বাংলাদেশে শকুনের পরিস্থিতি খুবই খারাপ। আইইউসিএনের হিসেবে বাংলাদেশে মাত্র ২৬৮টি শকুন রয়েছে।

জোহরা মিলা বলেন, পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কেটোপ্রোফেনের ব্যবহার, খাদ্য সংকট এবং বাসস্থান সংকটসহ নানা প্রতিকূল পরিবেশের কারণে প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত এই পাখিটি হারিয়ে যাচ্ছে। শকুন বিলুপ্ত হয়ে গেলে সুন্দর একটি পাখি হারানো পাশাপাশি দেশের মানুষ অ্যানথ্রাক্স, জলাতঙ্কসহ পশু হতে সংক্রামক রোগের ভয়াবহ ঝুঁকিতে পড়বে। আইইউসিএনের মাধ্যমে বন অধিদফতর শকুন রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পাখিটির প্রতি আমাদের সদয় হওয়া খুবই প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তা খুঁড়ে লাপাত্তা ঠিকাদার, বিপাকে ৯ গ্রামের মানুষ

ঢাকায় সমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের

বেওয়ারিশ হিসেবে গোপনে দাফন, সেই গৃহকর্মীর মরদেহ উত্তোলন

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

এনআইডি সংশোধনে দেশজুড়ে চলছে ক্র্যাশ প্রোগ্রাম, দায়িত্বে জেলা অফিসাররা

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে খুবিতে ক্লাস বর্জন

প্রকৃতিকে রাঙিয়ে ফুটেছে জারুল

পটুয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্বামীকে গুলি করে স্ত্রীকে ঘাতক / ‘তোকে মারব না, মোদিকে গিয়ে খবর দে’

১০

প্রতি হাটবারে বিক্রি হয় কোটি টাকার সুপারি

১১

লাইসেন্স নেওয়া ৬ হাজারের বেশি অস্ত্রের হদিস নেই 

১২

প্রাণীরাও পার্টি করে মদ খায়, মাতাল হয়

১৩

২৩ এপ্রিল : টিভিতে আজকের খেলা

১৪

কাশ্মীরে হামলার পর মোদিকে ফোন করে কী বললেন ট্রাম্প

১৫

নাশকতা মামলায় যুবলীগ নেতা সুজন গ্রেপ্তার 

১৬

হাইকোর্টে জামিন পেলেন সেই আওয়ামীপন্থি ৬১ আইনজীবী

১৭

অনশনে অনড় চবি চারুকলার ৯ শিক্ষার্থী

১৮

অপমানের জবাব, বিসিবির চাকরি ছাড়তে চান শরফুদ্দৌলা!

১৯

গত ২৪ ঘণ্টায় গাজায় নারকীয় হামলা, বাতাসে পোড়া লাশের গন্ধ

২০
X