মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে তিন সংগঠনের যৌথ উদ্যোগে এ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বিজয় র্যালিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান।
বিজয় র্যালিটি জামালপুর শহরের জগবন্ধু স্কুল মাঠ এলাকা থেকে শুরু হয়। এরপর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক ও জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।
সোহেল রানা খান বলেন, স্বৈরাচারের পতনের পর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা এবার বিজয় দিবস উদযাপন করছি। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসরদের নানা ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে।
বিজয় র্যালিতে যুবনেতা শফিকুল ইসলাম শফিক, সৈয়দ শওকত জামান, শ্রমিক নেতা শামীম হোসেন মঙ্গল, রঞ্জু, শাহ্ মো. বাবলা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন সাগর, জাকির হোসেন জনি, ইমরান কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, মানিক রানা ম্যানশন, তিতুমির কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান ইলি, শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর ছিদ্দিক বাবু, ফয়সাল ও হাবিবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন