কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মাইকে শেখ মুজিবের ভাষণ বাজানোয় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান মোস্তফা আলী খান ওরফে মোস্তবালি। ছবি : কালবেলা
ইউপি চেয়ারম্যান মোস্তফা আলী খান ওরফে মোস্তবালি। ছবি : কালবেলা

পাবনায় ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শেখ মুজিবের বক্তব্য মাইকে বাজানোর অভিযোগে মোস্তফা আলী খান ওরফে মোস্তবালি (৪৫) নামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আ.লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বনভোজনের আয়োজন করার অভিযোগও আনা হয়েছে।

সোমবার( ১৬ ডিসেম্বর) দুপুরে পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তফা আলী খান চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের চয়েন আলী খানের ছেলে। তিনি চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ওই ওয়ার্ডের আওয়ামী সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ ডিসেম্বর) রাতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়নের টাটিপাড়া মুজিব বাঁধের ওপর ৩০০-৪০০ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের জন্য খিচুড়ি রান্না করা হয়। সেখানে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণও বাজানো হয়। নাশকতার উদ্দেশে গোপন বৈঠকে মিলিত হয় তারা। আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে প্রচার-প্রচারণা করা হয়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে থানায় খবর দিলে পুলিশ অভিযানে যায়। পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হওয়া নেতাকর্মীরা দ্রুত সটকে পড়েন। পরে সোমবার দুপুরের দিকে সদর থানা পুলিশের এসআই মো. ইব্রাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে প্যানেল চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ গত ৪ আগস্ট পাবনা শহরের আব্দুল হামিদ রোডে বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি করে দুজন শিক্ষার্থীকে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা দায়ের হয়। সোমবার বিকেলে শিক্ষার্থী হত্যার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোস্তফা আলীকে আদালতে হস্তান্তর করা হয়।

পাবনা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, রাতে মাইকে শেখ মুজিবের ভাষণ বাজানো হচ্ছিল। বেশ কিছু আওয়ামী লীগের লোকজন দলীয় প্রচার-প্রচারণা চালাচ্ছিল, এমন অভিযোগে আমরা তাকে আটক করি। এরপর বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ৫ আগস্টে শিক্ষার্থী-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যায়। এরপর চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ইউনিয়ন পরিষদে উপস্থিত না থাকায় সরকারের পক্ষ থেকে ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মোস্তফা আলী খানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলকেলিতে মাতলেন রাখাইন তরুণ-তরুণীরা

অটোরিকশা নালায় পড়ে শিশু নিখোঁজ, মা উদ্ধার

পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি

কুয়েটে আন্দোলনকারীদের গ্রাফিতিতে উপাচার্যের পদত্যাগ দাবি 

এবার লা লিগার সূচি নিয়ে বার্সা কোচের ক্ষোভ

ইসরায়েলের ‘অসম্ভব শর্ত’, প্রত্যাখ্যান করল ফিলিস্তিনি যোদ্ধারা

নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি : এ্যানি

বিশ্বকাপে পাকিস্তান, জ্যোতিদের যে সমীকরণ

‘হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ হতে হবে’

আফগান সরকারকে সুখবর দিল রাশিয়া

১০

কাশ্মীর পাকিস্তানের ‘গলার শিরা’, ভারতের প্রতিক্রিয়া

১১

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন যাত্রা নিয়ে যা বলছেন বিশ্লেষকরা

১২

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে ছোট ভাইকে গ্রেপ্তার 

১৩

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না : সাইফুল হক

১৪

পুরোনো শত্রু মিত্র হওয়ার অনেক উদাহরণ আছে : উপ-প্রেস সচিব

১৫

গাজীপুরে দুই শিশুকে হত্যা, পুলিশ হেফাজতে বাবা-মা

১৬

‘নতুন করে আর কোনো সরকারকে স্বৈরাচার হতে দেওয়া হবে না’

১৭

অনার্স পড়ুয়া ভাগ্নের হাত ধরে মামি উধাও

১৮

পররাষ্ট্রনীতিতে পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ : ভারতীয় বিশেষজ্ঞ

১৯

লালবাগে রহমতুল্লাহ স্কুল মিলনায়তনে জিয়াউর রহমানের নাম পুনঃস্থাপন

২০
X