আকতারুজ্জামান রানা, পীরগঞ্জ (রংপুর)
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে প্রতিবন্ধী-বিধবাদের ভাতা সমাজসেবা কর্মকর্তা আরিফুরের পকেটে

বাম থেকে সাবেক সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান ও পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়। ছবি : কালবেলা
বাম থেকে সাবেক সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান ও পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়। ছবি : কালবেলা

রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবাদের ভাতার টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা (বর্তমান রংপুর শহর শাখায় কর্মরত) আরিফুর রহমানের বিরুদ্ধে। তিনি ব্যক্তিগত মোবাইলসহ বিভিন্ন নম্বর ব্যবহার করে এ অনিয়ম করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, এর আগেও ওই কর্মকর্তার নেতৃত্বে ‘নগদ অ্যাকাউন্ট’ খোলার সময় এজেন্টদের যোগসাজশে প্রকৃত ভাতাভোগীদের নম্বরের জায়গায় বিশেষ একটি সিন্ডিকেটের নম্বর এন্ট্রি করে অসংখ্য ভাতাভোগীর টাকা ট্রান্সফার করে নিয়েছেন।

২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দের অর্থ প্রথম কিস্তির প্রতিবন্ধী ভাতার টাকা বিতরণ হয় চলতি বছরের ৫-৬ নভেম্বর। দীর্ঘ তিন মাস অপেক্ষার পর টাকা না পাওয়া কয়েকশ প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ভাতা সুবিধাভোগী উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারেন সমাজসেবার ওয়েবসাইট হ্যাকিং করে তাদের নগদ অ্যাকাউন্টের সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা হ্যাকাররা নিয়ে গেছে। সমাজসেবা কর্মকর্তাদের এমন বক্তব্যে হতাশ হয়ে পড়েন ভাতার টাকা তুলতে যাওয়া অসহায় চার শতাধিক সুবিধাভোগী।

সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, পীরগঞ্জে প্রতিবন্ধী ভাতা উপকারভোগীর সংখ্যা ১০ হাজার ২৯৫ জন। অনুসন্ধানে দেখা যায়, পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অনগ্রসর ভাতাভোগীদের মধ্যে প্রতিবন্ধী ভাতার চার শতাধিক জনের মোবাইল নম্বর পরিবর্তন করে উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষ। এর মধ্যে সেলিনা আক্তার পপি, বাচ্চু মিয়া, রিপু মিয়া নামের তিন প্রতিবন্ধী ভাতা উপকারভোগীর নগদ অ্যাকাউন্টের নম্বর পরিবর্তন করে সাবেক উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানের ব্যক্তিগত নম্বরের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। পাশাপাশি চার শতাধিক প্রতিবন্ধীসহ অন্যান্য ভাতাভোগীর টাকাও মোবাইল নম্বর পরিবর্তন করে ট্রান্সফার করে নেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক সমাজসেবা অফিসে কর্মরত একাধিক কর্মচারী জানান, বর্তমান ও সাবেক সমাজসেবা কর্মকর্তা এবং বড়দরগাহ ও শানেরহাট ইউনিয়ন সমাজকর্মী আলমগীর হোসেনের যোগসাজশে নম্বর পরিবর্তন করে চার শতাধিক প্রতিবন্ধীর ভাতা আত্মসাৎ করা হয়েছে। প্রতিবন্ধী ছাড়াও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতাভুক্ত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বয়স্ক, বিধবাসহ অন্যান্য ভাতা উপকারভোগীদের টাকাও মোবাইল নম্বর পরিবর্তন করে আত্মসাৎ করে চক্রটি।

নম্বর পরিবর্তনের বিষয়টি প্রথমে এড়িয়ে গেলেও পরে জালিয়াতির কথা স্বীকার করেন বর্তমান কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তিনি কালবেলাকে বলেন, নম্বর পরিবর্তন ইদানীং হয়েছে। তবে তদন্ত করে দেখতে হবে এ অনিয়ম কার আমলে হয়েছে। ৫ আগস্ট-পরবর্তী আমি ছাড়াও আরও দুজন এ চেয়ারে বসেছেন। গত ৩০ জুলাই, ২০১৯ থেকে ১১ আগস্ট ২০২৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন বর্তমান রংপুর শহর শাখায় কর্মরত সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান। ১১ আগস্ট ২০২৪ থেকে ১১ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এক মাস অতিরিক্ত দায়িত্ব পালন করেন মিঠাপুকুর উপজেলার বর্তমান কর্মকর্তা আব্দুল হামিদ। ১১ সেপ্টেম্বর, ২০২৪ থেকে বর্তমানে আমি কর্মরত আছি।

লালদীঘি ফতেপুর কলাবাগান বারইপাড়া গ্রামের মো. রিপু মিয়া (দৃষ্টি প্রতিবন্ধী) কালবেলাকে বলেন, আমি এর আগে দুবার ভাতা পাইছি। কিন্তু এবার পাইনি। সমাজসেবা অফিসারের কাছে গেছিলাম, উনি আমাকে ভোটার আইডির ফটোকপি জমা দিতে বলেছেন। আমি যথারীতি জমা দিছি। অফিসারের কাছে জানতে চাইছিলাম, আমার ভাতার টাকা আসেনি কেন? উনি আমাকে বললেন, আপনার টাকা হ্যাকাররা হ্যাক করেছে।

একই এলাকার প্রতিবন্ধী মো. বাচ্চু মিয়া কালবেলাকে বলেন, আমার ভাতার টাকা আসেনি, আমি পীরগঞ্জ সমাজসেবা অফিসে গিয়েছিলাম। ইউনিয়ন সমাজকর্মী আলমগীর আমাকে বলছে, ধৈর্য ধরেন, আপনার ভাতার টাকা যাবে। দুদিন পরে আবার সমাজসেবা অফিসে গেলে আলমগীর বলেন, আমাদের নম্বর নাকি হ্যাক হইসে, হ্যাকার নম্বর পাল্টাই দিয়া টাকা নিয়া নিসে। কিন্তু আমি তো নম্বর পরিবর্তনের কোনো আবেদন করিনি।

উপজেলার বড়দরগাহ ও শানেরহাট ইউনিয়ন সমাজকর্মী আলমগীর হোসেন কালবেলাকে বলেন, অফিসিয়াল সফটওয়্যার থেকে ভাতাভোগীদের নম্বর পরিবর্তন করে অন্য নম্বরে টাকা ট্রান্সফার করা হয়েছে। কে নম্বর পরিবর্তন করেছে, তা আমি জানি না।

বর্তমানে রংপুর শহর শাখা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আরিফুর রহমান কালবেলাকে বলেন, আমি পীরগঞ্জে থাকাকালীন অনেক নম্বর পরিবর্তন হয়েছে। তবে আমি কোনো অনিয়ম করিনি। আর আমার ব্যবহৃত তিনটি নম্বর কে বা কারা প্রতিবন্ধী ভাতা উপকারভোগীদের অ্যাকাউন্টে রিপ্লেস করেছে, তা আমি জানি না। আমাকে ফাঁসানোর জন্য এটা করা হতে পারে। এ কাজ কে করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন বলেন, বিষয়টি আমি অবগত হয়ে অধিদপ্তরে জানিয়েছি। এ মাসের মধ্যেই একটি এক্সপার্ট টিম আসবে। তদন্ত-পরবর্তীতে বেরিয়ে আসবে আসলে এ ঘটনা কে ঘটিয়েছে। তবে ভাতা উপকারভোগীদের নম্বর পরিবর্তনের এক্সেস শুধু উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছেই থাকে, আর অন্য কোথাও থাকে না। আমার জানামতে, ২০০ থেকে ২৫০ ভাতা উপকারভোগীর মোবাইল নম্বর পরিবর্তন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা আ.লীগের ৭ নেতাকর্মী আটক

কোচ হিসেবে নিজেকে আর ভালো মনে করেন না গার্দিওলা

’২৪-এর গণঅভ্যুত্থান শহীদদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করেছে :  সাইফুল হক

আধুনিক কল্যাণ রাষ্ট্র উপহার দিতে বদ্ধপরিকর জামায়াত : সেলিম উদ্দিন

বিজয় দিবস জয়ে রাঙাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

দামেস্কে শিক্ষার্থীরা স্কুলে যেতে শুরু করেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুনাকের শ্রদ্ধা

রংপুরে প্রতিবন্ধী-বিধবাদের ভাতা সমাজসেবা কর্মকর্তা আরিফুরের পকেটে

১০

স্বাধীনতার বিজয়কে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল আ.লীগ : ছাত্রশিবির

১১

দ্রুতই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের

১২

খুবি শিক্ষার্থীকে হত্যাচেষ্টা, বিএনপির দুই নেতা বহিষ্কার

১৩

বাংলাদেশের ওপর দিয়ে ইন্টারনেট না গেলে কি সমস্যায় পড়বে ভারতের সেভেন সিস্টার্স

১৪

তীব্র শীতেও দেশে রেকর্ড বৃষ্টির আশঙ্কা

১৫

অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পরিচালক

১৬

‘ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে’

১৭

নওগাঁয় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা জিয়া গ্রেপ্তার

১৮

নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম

১৯

১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০
X