নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান ওরফে জিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়াউর রহমান জিয়া ধনপাড়া গ্রামের হাজী ইব্রাহীমের ছেলে ও মিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ ছাড়া তিনি নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হেলালের ঘনিষ্ঠজন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট রাণীনগর উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ আগস্ট এক বিএনপি নেতা বাদী হয়ে এজাহার নামীয় ৫৬ ও ৫০/৬০ অজ্ঞাতপরিচয়দের আসামি করে রাণীনগর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া আসামি। রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মন্তব্য করুন