দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে কুয়াশা কাটলে ফেরি চলাচল পুনরায় শুরু করে বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অদৃশ্য হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বলেন, ‘কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করছে।’
এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা এই পরিস্থিতিতে ভোগান্তির শিকার হন।
তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। বর্তমানে এ নৌ-রুটে ছোট বড় ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পরিবহন কার্যক্রম আগের মতো চলমান রয়েছে।
মন্তব্য করুন