‘সুবিধাবঞ্চিতসহ সমাজের অনগ্রসর সব শ্রেণি-পেশার মানুষের সেবার জগতে অনন্য উদাহরণ রোটারি ক্লাব গ্রেটার চিটাগাং। সম্প্রতি বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম বিভাগের প্রত্যন্ত অঞ্চলে রোটারি ক্লাব চিটাগাংয়ের সদস্যরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে মানবতার সাক্ষর রেখেছেন তা সবার জন্য অনুকরণীয়। বিশ্বকে পোলিং মুক্ত করতে রোটারিয়ানদের অবদান অনস্বীকার্য।’
শনিবার (১৪ ডিসেম্বর) নগরীর আগ্রাবাদ হোটেলের ইছামতি হলে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের ১১তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ও রোটারিয়ান মো. মতিউর রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই নশ্বর পৃথিবী থেকে আমরা চলে যাব কিন্তু যাওয়ার আগে মানবিক কাজ করার মাধ্যেমে অবিস্মরণীয় হয়ে থাকতে চাই।
ক্লাবের সভাপতি মো. এসএম জমির উদ্দিনের সভাপতিত্বে এবং ইভেন্ট চেয়ার ও সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী এমএ রশিদ, সাবেক ড্রিস্টিক সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, সদ্য সাবেক প্রেসিডেন্ট জামাল উদ্দিন সিকদার, পিপি শহীদুল ইসলাম চৌধুরী, পিপি প্রকৌশলী আমজাদ হোসেন, পিপি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, প্রেসিডেন্ট ইলেক্ট সৈয়দা কামরুন নাহার, সেক্রেটারি ড. আয়েশা আফরিন, সাবেক সেক্রেটারি মো. বেলাল, পরিচালক রোটারিয়ান তাসিন চোধুরী, বুলেটিন এডিটর রোটারিয়ান ফারিহা তাব্বাসুম চৌধুরী।
সদস্যদের মাঝে র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিনারে অংশগ্রহণসহ নানা আনুষ্ঠানিকতায় ১১তম অভিষেক অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।
মন্তব্য করুন