নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকালে কামরুল (২৭) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। রোবাবার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, দুপুর ১টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় ছিনতাইকালে স্থানীয় জনতার গণপিটুনিতে কামরুল আহত হন।
নিহত কামরুল চাঁদপুর জেলার হাইমচর থানার হাইমচরের মাইনুদ্দিন পাটোয়ারির ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে শিয়াচর তক্কার মাঠ এলাকায় বসাবাস করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ছিনতাইয়ের ঘটনায় কামরুলকে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। এতে তিনি আহত হলে পুলিশের হাতে সোপর্দ করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাকে প্রথমে স্থানীয় খানপুর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা আরও জানান, নিহত কামরুল এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ছিনতাইকালে গণপিটুনিতে ওই যুবক আহত হয়েছিলেন। রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া তাকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় অনেক লেখালেখি হয়েছে।
মন্তব্য করুন