নাটোরের বড়াইগ্রামে পারকোল উচ্চ বিদ্যালয়ের পুকুরে চুরি করে মাছ ধরতে গিয়ে ছাত্রদলের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় মাছ ধরার জাল, একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার পারকোল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ইব্রাহিম ওরফে নয়ন বাদী হয়ে ১১ জনের নামসহ অজ্ঞাত ৭-৮ জনরে নামে থানায় মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বনপাড়া পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা, বনপাড়া পৌর ছাত্রদলের সদস্য আলমগীর হোসেন (২৫), ছাত্রদল কর্মী কৌশিক আহমেদ, জামিল হোসেন, রাজু আহমেদ, তুষার হোসেন, সুমন আলী, আমজেল হোসেন।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন বলেন, পারকোল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন নিজস্ব ৫০ শতকের একটি পুকুর আছে। যেখানে বর্তমানে প্রায় ৫ লাখ টাকার মাছ আছে। এই মাছ চুরির পরিকল্পনা করেন পারকোল গ্রামের মসলমে উদ্দিন, ইসলাম আলী, আনোয়ার হোসেনসহ কয়কেজন। তারই সূত্র ধরে রোববার ভোররাতে মাছ পরিবহনের ট্রাক, ভ্যান, জাল নিয়ে ১০-১২ জন পুকুরে মাছ ধরতে যায়। স্কুলের নাইটর্গাড আমজাদ হোসন বিষয়টি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে গ্রামবাসী দলবদ্ধভাবে তাদরকে ঘিরে ফেলে। এসময় জাল, মাছ, ভ্যান ফেলে অধিকাংশরা পালিয়ে গেলেও ৭ জনকে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
পারকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান -এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
মন্তব্য করুন