ময়মনসিংহের ভালুকায় ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় দুই গ্রুপের পাল্টাপাল্টি ২ মামলাসহ বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে আরও ১টি মামলা দায়ের করেছে।
এ ঘটনায় তিন মামলায় মোট ১২২ জনকে আসামি করা হয়েছে। ৯ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায় রাইদা কালেকশন কারখানায় ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, রাইদা কালেকশন কারখানায় জুটের ব্যবসার ওয়ার্ক অর্ডার স্থানীয় সালাম সরকারের ছেলে যুবলীগ নেতা সাইফুলের নামে। ঘটনার দিন সাইফুল কারখানার ঝুট বের করতে গেলে যুবদল নেতা শামীম গ্রুপ বাধা দেয়। এসময় ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও মজিবর মন্ডল গ্রুপ সাইফুলের পক্ষে অবস্থান নিলে দুই গ্রুপে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় ও চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন অন্তত ২৫ জন। এসময় দুর্বৃত্তরা আশপাশের দোকানপাটে হামলা চালায় ও প্রায় ১০-১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
ভালুকা মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাইফুলের বড় ভাই আবু সাইদ বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। অপরদিকে রাসেল বাদী হয়ে ২৭ জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপর একটি মামলা দায়ের করে। এ ঘটনায় উভয় গ্রুপের ৯ জনকে আটক করেছে পুলিশ।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির কালবেলাকে জানান, এ ঘটনায় থানায় পৃথক পৃথক তিনটি মামলা হয়েছে। ৯ জনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন