দিনাজপুরের কাহারোল প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫-২৬ সনের কার্যনির্বাহী পরিষদে মো. সাইফুল ইসলাম সভাপতি ও মো. আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ।
নির্বাচনে সভাপতি- মো. সাইফুল ইসলাম (দৈনিক স্বদেশ প্রতিদিন), সহসভাপতি- মো. আব্দুল্লাহ (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম (দৈনিক আজকালের খবর), দপ্তর সম্পাদক মো. রোস্তম আলী (দৈনিক কালবেলা), কোষাধ্যক্ষ মো. হায়দার আলী, সদস্য মো. আব্দুল জলিল শাহ (দৈনিক অবজারভার), সদস্য মো. আনারুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মন্তব্য করুন