‘বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা আর কোনো দিন ফিরে আসবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা নাই এটাই রিয়েলিটি। রিয়েলিটিটা মেনে নিতে হবে। আমি বিভিন্ন সময় আমার বক্তব্যে বলে এসেছিলাম শেখ হাসিনার সময় শেষ হয়ে গেছে, অবশেষে তাই হয়েছে।
তিনি আরও বলেন, দেশে সু-সরকার থাকলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমাদের নেতা তারেক রহমান বারবার বলে আসছেন, সামনের নির্বাচন কঠিন থেকে আরও কঠিনতর হবে। আগামী নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, তা না হলে মানুষ তাদের ভোটাধিকার ভালোভাবে প্রয়োগ করতে পারবে না।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে এ সভায় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন