কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মাওলানা সাদকে আসতে দেওয়া ও জোড় ইজতেমার দাবিতে বিক্ষোভ

গাজীপুরে সাদ অনুসারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন। ছবি : কালবেলা
গাজীপুরে সাদ অনুসারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা আয়োজনের অনুমতি ও এতে মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাদ অনুসারী শিক্ষার্থীরা। আগামী ২০ ডিসেম্বর থেকে এ জোড় ইজতেমা আয়োজনের কথা রয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনের সড়কে সচেতন ছাত্রসমাজের ব্যানারে সাদ অনুসারীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় চান্দনা-শিববাড়ী আঞ্চলিক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়।

এতে সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা মধ্যে তাদের দাবি পূরণ না হলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। পরে ছাত্রসমাজের পক্ষ থেকে জিএমপির পুলিশ কমিশনারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, জুলাই-২৪ বিপ্লবে হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে সর্বক্ষেত্রে বৈষম্য নিরসনের এক মহৎ উদ্দেশ্য নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা বৈষম্যেবিরোধী ‘সচেতন ছাত্রসমাজ’ দৃঢ়ভাবে বিশ্বাস করি, ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ও সমাদৃত ব্যক্তির নেতৃত্বে গঠিত সরকার বিশ্ব দরবারে বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করবে। সর্বক্ষেত্রে বৈষম্য দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে।

এতে আরও লেখা হয়েছে, দীর্ঘদিন ধরে আমরা সচেতন ছাত্রসমাজ লক্ষ্য করছি, তাবলিগ জামাতের দুপক্ষের ভেতরে একটা সুস্পষ্ট বিভেদ দেখা দিয়েছে। ফলে দেশে আইনশৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে।

স্মারকলিপি লেখা হয়েছে, তাবলিগের জুবায়ের গ্রুপ প্রতি বছর তাদের সর্বোচ্চ মুরব্বিদের নিয়ে জোড় ও ইজতেমা আয়োজনের সুযোগ পাচ্ছে। এই বছরেও তারা টঙ্গীর ময়দানে তাদের সব মুরুব্বিকে (ভারত ও পাকিস্তান) নিয়ে পাঁচ দিনের জোড় করেছে। ন্যায্যতা ও ইনসাফের দাবি অনুসারে মাওলানা সাদ অনুসারীদেরও তাদের সর্বোচ্চ মুরব্বিকে বাংলাদেশে এনে ২০-২৪ ডিসেম্বর পাঁচ দিনের জোড় ইজতেমা করার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। ন্যায্যতা ও ইনসাফ হিসেবে এই ব্যাপারটি নিয়ে আর কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা সচেতন ছাত্রসমাজ দেখতে চাই না।

এ সময় তারা জানান, সচেতন ছাত্রসমাজের পক্ষ থেকে আমরা বৈষম্য দূরীকরণ, দেশের সার্বিক স্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে সোমবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার জোরালো দাবি জানাচ্ছি। অন্যথায়, আগামী মঙ্গলবার সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম-পরবর্তী ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল কমিশন

জনদুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার : জ্বালানি উপদেষ্টা 

স্বৈরাচারদের অপতৎপরতা রুখতে ইবিতে বিক্ষোভ মিছিল

‘ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জন্য জনসেবা করতে পারিনি’

মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত প্রধান উপদেষ্টার

টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ রানা

অচিরেই নির্বাচনী রোডম্যাপে বাংলাদেশ যাত্রা শুরু করবে, আশা তারেক রহমানের

১৪ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা 

সরকারি চাকরিজীবী যুবককে অপহরণ, বন্দুক ঠেকিয়ে বিয়ে!

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক

১০

একাত্তরে দেশ স্বাধীন হলেও মানুষ স্বাধীনতা পায়নি : জামায়াতের নায়েবে আমির

১১

বিশ্বের সামরিক ড্রোনের বাজার তুরস্কের দখলে

১২

খেলাফত মজলিসের অনুরোধে কাউন্সিল পিছিয়ে নিল এবি পার্টি 

১৩

মেরিটাইম সেক্টরে বিদেশিদের বিনিয়োগের আগ্রহ বাড়ছে : নৌপরিবহন উপদেষ্টা

১৪

‘স্বৈরাচার শেখ হাসিনা আর কোনো দিন ফিরে আসবে না’

১৫

রাজধানীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার 

১৬

২০ ভাগ মহার্ঘ্য ভাতার দাবি জাতীয় শিক্ষক ফোরামের

১৭

যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

১৮

‘হায় মুজিব হায় মুজিব’ মাতম করা সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

বিজয় দিবসে মিরপুরে শহীদ মুশতাক-জুয়েল একাদশের ম্যাচ

২০
X