রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তুরাগ তীরে ইজতেমা ঘিরে পাল্টাপাল্টি আলটিমেটাম

গাজীপুরে সাদ অনুসারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন। ছবি : কালবেলা
গাজীপুরে সাদ অনুসারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা আয়োজনের অনুমতি ও এতে মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাদ অনুসারী শিক্ষার্থীরা। আগামী ২০ ডিসেম্বর থেকে এ জোড় ইজতেমা আয়োজনের কথা রয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনের সড়কে সচেতন ছাত্রসমাজের ব্যানারে সাদ অনুসারীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় চান্দনা-শিববাড়ী আঞ্চলিক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়।

এতে সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা মধ্যে তাদের দাবি পূরণ না হলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

পরে ছাত্রসমাজের পক্ষ থেকে জিএমপির পুলিশ কমিশনারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, জুলাই-২৪ বিপ্লবে হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে সর্বক্ষেত্রে বৈষম্য নিরসনের এক মহৎ উদ্দেশ্য নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা বৈষম্যেবিরোধী ‘সচেতন ছাত্রসমাজ’ দৃঢ়ভাবে বিশ্বাস করি, ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ও সমাদৃত ব্যক্তির নেতৃত্বে গঠিত সরকার বিশ্ব দরবারে বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করবে। সর্বক্ষেত্রে বৈষম্য দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে।

এতে আরও লেখা হয়েছে, দীর্ঘদিন ধরে আমরা সচেতন ছাত্রসমাজ লক্ষ্য করছি, তাবলিগ জামাতের দুপক্ষের ভেতরে একটা সুস্পষ্ট বিভেদ দেখা দিয়েছে। ফলে দেশে আইনশৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে।

স্মারকলিপি লেখা হয়েছে, তাবলিগের জুবায়ের গ্রুপ প্রতি বছর তাদের সর্বোচ্চ মুরব্বিদের নিয়ে জোড় ও ইজতেমা আয়োজনের সুযোগ পাচ্ছে। এই বছরেও তারা টঙ্গীর ময়দানে তাদের সব মুরুব্বিকে (ভারত ও পাকিস্তান) নিয়ে পাঁচ দিনের জোড় করেছে। ন্যায্যতা ও ইনসাফের দাবি অনুসারে মাওলানা সাদ অনুসারীদেরও তাদের সর্বোচ্চ মুরব্বিকে বাংলাদেশে এনে ২০-২৪ ডিসেম্বর পাঁচ দিনের জোড় ইজতেমা করার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। ন্যায্যতা ও ইনসাফ হিসেবে এই ব্যাপারটি নিয়ে আর কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা সচেতন ছাত্রসমাজ দেখতে চাই না।

এ সময় তারা জানান, সচেতন ছাত্রসমাজের পক্ষ থেকে আমরা বৈষম্য দূরীকরণ, দেশের সার্বিক স্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে সোমবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার জোরালো দাবি জানাচ্ছি। অন্যথায়, আগামী মঙ্গলবার সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হবো।

এদিকে বিকেলে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের উত্তরপাশের কামারপাড়া সড়কে তাবলিগের শুরায়ী নেজামের আহ্বানে উলামা মাশায়েখ ও তাওহিদি জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খানের অপসারণসহ বেশ কিছু দাবি জানানো হয়।

সমাবেশ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ‘ইজতেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী ও জিএমপির কমিশনার নাজমুল করিম খান আওয়ামী লীগের দোসর। তাদের অপসারণ করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতাদের হামলায় যুবদল নেতা মিরান নিহত

বর্তমান সংবিধান ও রাজনৈতিক বন্দোবস্ত অকার্যকর : এনসিপি নেতা শিশির

বিএনপির সঙ্গে দ্রুত নির্বাচন চায় হেফাজতও

শাহবাগের আগুন নিয়ন্ত্রণে

নরেন্দ্র মোদি কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন?

পেসারদের নেতৃত্বের বাধা দেখেন না সুজন

ট্রেন পরিষ্কার করতে বছরে খরচ দেড় কোটি টাকা

সেই ইয়াসিনের পরিবারকে ঘর দেবেন তারেক রহমান

ভিনিসিয়ুসের পেনাল্টি মিসে বার্নাব্যুতে রিয়ালের বিপর্যয়

ইরানে হামলায় পিছু হটে আলোচনার প্রস্তাব ট্রাম্পের

১০

মৃত মুরগি নিয়ে থানায় বৃদ্ধা, বিচারের আশ্বাস ওসির

১১

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

১২

বাকৃবির গবেষণায় টমেটোর নতুন জাত উদ্ভাবন

১৩

ট্রাকচাপায় প্রাণ গেল ২ যুবকের

১৪

বাকির টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পেটালেন আ.লীগ নেতা

১৫

অবশেষে মুক্ত হলেন ১৮ দিন অবরুদ্ধ থাকা দুই পরিবার

১৬

শাহবাগে আগুন

১৭

সায়মা ওয়াজেদের গ্রেপ্তারের দাবিতে প্রচার, যা জানা গেল

১৮

মাইক্রোসফটের হাতে ফিলিস্তিনিদের রক্ত : এক নারীর প্রতিবাদ

১৯

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

২০
X