বগুড়ায় চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় দুই নারীসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার মাটিডালী কালিবালার নেসকো অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত অটোচালকের নাম আনিছার রহমান (৪০)। তিনি সদর উপজেলার বারপুর পাঁচবাড়িয়া এলাকার মৃত সোলেমান আলীর ছেলে। তাকে বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার তিন ছিনতাইকারী হলেন- শহরের কাটনার মধ্যপাড়া এলাকার মৃত শাহিনুর ইসলামের ছেলে তপু ইসলাম (২০), তপু ইসলামের স্ত্রী বৈশাখী খাতুন (১৯) এবং সুলতানগঞ্জ এলাকার নাঈম ইসলামের স্ত্রী রুহি খাতুন (২০)।
আহত অটোরিকশাচালক আনিছার রহমানের ছেলে আকাশ ইসলাম বলেন, শনিবার রাত সোয়া ১০টার দিকে তিনজন শাখারিয়া যাওয়ার কথা বলে বাবার অটোরিকশা ভাড়া করে। মাটিডালীর কালিবালা এলাকায় পৌঁছলে একজন ছিনতাইকারী পিঠে ছুরি ঠেকিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে এবং ছুরিকাঘাত করে। একপর্যায়ে বাবা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার ও তিন ছিনতাইকারীকে আটক করে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যান।
তিনি আরও বলেন, বাবাকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবার অবস্থা আশঙ্কাজনক।
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিনুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোচালককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের সময় জনগণ দুই নারী ও এক যুবককে আটক করেছে। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আহত অটোচালকের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাদের আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন