কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

উদ্বোধন হলো বিআরটি প্রকল্পের বাস, যানজট থেকে মুক্তির আশা

ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা
ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা

গাজীপুরে চালু হলো বহুল প্রতীক্ষিত বিআরটি প্রকল্পের বিআরটিসি বাস সার্ভিস। রোববার (১৫ ডিসেম্বর‌) সকালে প্রকল্প উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

যাত্রীরা বলছেন, দীর্ঘদিন প্রকল্পটি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি থাকলেও অবশেষে এ সার্ভিস চালুর মাধ্যমে অফিসগামী মানুষসহ গাজীপুরবাসী কিছুটা উপকৃত হবে। দীর্ঘ এক দশক ধরে বিআরটি প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের কারণে বেড়েছে মানুষের দুর্ভোগ। কিন্তু তারপরও এসি বাস সার্ভিস চালু হওয়ায় খুশি তারা। সার্ভিস ভালো হলে যানজট নিরসনে এটি উপকারে আসবে।

জানা গেছে, বিআরটি প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত বিদ্যমান ২০ দশমিক ৫ কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ১০টি বাস এই রুটে চলাচল করছে। সকালে শিববাড়ি মোড়ে বিআরটি স্টেশনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মুহাম্মদ ফাওজুল কবির বলেন, গাজীপুরবাসীর যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বাস ও কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। এ ছাড়া বিআরটি প্রকল্পের জন্য নির্ধারিত বাস সংগ্রহ করা হচ্ছে। জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে আশা করছি। এ সময় প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে তাগিদ দেন তিনি। বিআরটি প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন না করেই সাধারণ মানুষের গণপরিবহন সেবা সহজলভ্য করতে বিআরটিসি এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে ।

আয়োজকরা জানান, প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে চৌরাস্তা পর্যন্ত বিদ্যমান সড়ককে আট লেনে উন্নীত করা হয়েছে। করিডোর সংলগ্ন উভয়পাশে ৩৪ কিলোমিটার ফিডার রোড উন্নয়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় পুরো করিডোরে রাস্তার দুই পাশ মিলে ৫৫ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। এছাড়া রাস্তার দুই পাশ ৪১ কিলোমিটার ফুটপাথের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১০ লেন বিশিষ্ট টঙ্গী ব্রিজসহ মোট ৯টি ফ্লাইওভার রয়েছে। যার মধ্যে গত ২৪ মার্চ থেকে ৮টি ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বিআরটি ব্যবস্থা চালু হলে গাজীপুর-এয়ারপোর্ট করিডোর যানজট মুক্ত এবং নিরাপদ হবে। ফলে সমগ্র উত্তরবঙ্গসহ ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের জেলাগুলোর যাত্রী সাধারণ ঈদসহ অন্যান্য সময়ে নির্বিঘ্নে নিরাপদে যাতায়াত করতে পারবে। পূর্ণাঙ্গ বিআরটি চালু হলে যাত্রীসাধারণ বিশ্বমানের সেবা উপভোগ করবে এবং জনগণের জন্য কাঙ্ক্ষিত সুবিধা বয়ে আনবে। পূর্ণরূপে বিআরটি প্রকল্প সম্পন্ন না হওয়া পর্যন্ত এ করিডোরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য শিববাড়ি-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটিসি এসি সার্ভিস চালু করা হয়েছে। এরই মধ্যে প্রকল্পের সওজ অংশে ৯৭ দশমিক ৬৯ ভাগ, বিবিএ অংশে ৯৬ দশমিক ৫৭ ভাগ এবং এলজিইডি অংশে ১০০ ভাগ কাজসহ বর্তমানে মূল প্রকল্পের প্রায় ৯৭ দশমিক ৪৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিখোঁজ

বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

৪২তম বিসিএসে পদায়নবঞ্চিত চিকিৎসকদের নিয়োগের দাবি

স্ত্রীকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

সংস্কার নিয়ে জনৈক উপদেষ্টার উক্তি অহমবোধের অভিব্যক্তি : রিজভী

পিরোজপুরে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

দীর্ঘ জীবনের বাড়তি সময়ের মর্মান্তিক তথ্য উঠে এসেছে গবেষণায়

বাসচাপায় প্রাণ গেল অজ্ঞাতপরিচয় যুবকের

তাবলিগ জামাতের সাদপন্থিদের ৩৮ ঘণ্টার আলটিমেটাম

১০

ইসরায়েলের হামলা, মুখ খুললেন বিদ্রোহী নেতা জোলানি

১১

শীতের মধ্যেই বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

১২

সুন্দরবনে মাঝরাতে পর্যটক অসুস্থ, ছুটে গেল কোস্ট গার্ড

১৩

বগুড়ায় চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

১৪

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

১৫

এক মাছের দামই ৩ লাখ টাকা, মহাখুশি দেলোয়ার

১৬

চালককে ছুরিকাঘাত, অটোরিকশা ছিনতাইয়ের সময় নারীসহ গ্রেপ্তার ৩

১৭

‘প্রত্যেক ইসরায়েলি হয়তো সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান’

১৮

বিজয় দিবসে সড়কে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা

১৯

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

২০
X