চট্টগ্রামের পটিয়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শিউলী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিউলী বেগম জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজী বাড়ির মুহাম্মদ মুছার স্ত্রী।
জানা গেছে, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে শনিবার সকালে কয়েকজন তরুণ ব্যাডমিন্টন খেলে। একপর্যায়ে খেলা নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। আরভি নামে এক তরুণের ভাই শামীম নামে এক যুবকের মাথা ফাটিয়ে দেয়। আহত শামীমের মা বিষয়টি নিয়ে আলভির মায়ের কাছে বিচার দেয়। পরে শামীমকে নিয়ে বাড়ির লোকজন হাসপাতালে গেলে আলভি ৮/১০ জন কিশোর নিয়ে শামীমের বাড়িতে হামলা চালায়।
শামীমের পরিবারের সঙ্গে রান্নার চুলার চোঙা নিয়ে পূর্ব বিরোধ ছিল তাদের। বিকেল ৫টায় চিকিৎসা শেষে শামীম ও তার মা বাড়িতে এলে আরভিসহ ১০/১২ জন শামীমের মায়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে শামীমের মাকে ছুরিকাঘাত করে আলভি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের স্বামী মুহাম্মদ মুছা বলেন, মূলত রান্নার চুলার বিরোধ নিয়ে পূর্ব থেকে আরভির পরিবার আমাদের ওপর আক্রোশ ছিল। এর জেরে খেলাকে কেন্দ্র করে ঝগড়ায় লিপ্ত হওয়ার একপর্যায়ে ছুরিকাঘাত করে আমার স্ত্রীকে আলভি হত্যা করে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে শিউলী বেগম নামে এক নারী নিহতের খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। অভিযুক্ত আলভি পলাতক রয়েছে। তাকে আটক করতে পুলিশি অভিযান চলছে।
মন্তব্য করুন