পাবনার চাটমোহরে কল্পনা খাতুন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এ সময় শিশুটির গলায় সালোয়ার পেঁচানো ছিল।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে চাটমোহর থানা পুলিশ উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর মাঠের মধ্যে অবস্থিত মোহাম্মদ আলীর লিচু বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
কল্পনা মথুরাপুর ওয়াপদা বাঁধ এলাকার আলাল হোসেনের মেয়ে এবং চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
কল্পনার মা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে নিখোঁজ হয় কল্পনা। তিনি ধারণা করেছিলেন, পার্শ্ববর্তী দহপাড়া এলাকার ইসলামী জলসায় যেতে পারে মেয়েটি। সেখানে খোঁজ করেও তাকে পাওয়া যায় না। ইসলামী জলসাস্থল থেকে মাইকিংও করা হয়। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে রাতভর খুঁজেও মেয়েটিকে পাওয়া যায় না। সকালে এলাকাবাসী লিচু বাগানের মধ্যে কল্পনার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবার খবর দেয়।
গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা জানান, সকাল ৯টার দিকে লিচু বাগানে শিশুটির মৃতদেহ পড়ে থাকার খবর পান তিনি। এ ঘটনায় তিনি দোষীদের অতি দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনাস্থল পরিদর্শন করে এএসপি (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার জানান, কে বা কারা শিশুটিকে হত্যা করে ফেলে রেখেছে। হত্যার আগে ধর্ষণের চেষ্টা বা ধর্ষণ করা হয়েছে কিনা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন