ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

পাবনার ভাঙ্গুড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে ট্রাক ভাঙচুর (বামে) ও রাস্তায় খোয়ার চিত্র (ডানে)। ছবি : কালবেলা
পাবনার ভাঙ্গুড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে ট্রাক ভাঙচুর (বামে) ও রাস্তায় খোয়ার চিত্র (ডানে)। ছবি : কালবেলা

পাবনার ভাঙ্গুড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহার করার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্ধ রেখে পালিয়েছেন নির্মাণ শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে ভাঙ্গুড়া উপজেলার গেট টু চর-ভাঙ্গুড়া ঘাট নির্মাণাধীন রাস্তায় এ ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ জনতা নিম্নমানের খোয়া বহনকারী একটি ট্রাকও ভাঙচুর করে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়ে ভালো মানের খোয়া দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, উপজেলা গেট টু চরভাঙ্গুড়া ১৩৬৫ মিটার রাস্তা ৮৫ লাখ টাকায় সংস্কারের কাজ পায় আয়মন ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে আয়মন ট্রেডার্স কাজটি না করে বিক্রয় করে দেন সাব্বির হাসান ট্রেডার্স নামের অপর এক প্রতিষ্ঠানের কাছে। ১১৪ মিটার আরসিসি ১৮ ফিট চওড়া ও অবশিষ্ট দশ ফিট চওড়া বিশিষ্ট কার্পেটিং রাস্তার এজিং, মাটির কাজ ও হাট বেডসহ কাজের মাত্র ১০ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। তবে রাস্তার বেডে নিম্নমানের খোয়া ব্যবহার করার অভিযোগ রয়েছে শুরু থেকেই।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠান সাব্বির হাসান ট্রেডার্সকে জানানো হলেও বিষয়টি কতৃপক্ষ কর্ণপাত করেনি। বৃহস্পতিবার তিন ট্রাক খোয়া নিয়ে কাজ শুরু করে তারা। এ সময় নিম্নমানের খোয়া দেখতে পেয়ে স্থানীয়রা তাতে বাধা দেয়। কিন্তু তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ায় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাক ভাঙচুর করে। পরে ড্রাইভার ও তার সহকারী গাড়িটি রেখে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশল অফিসার মোছা. আফরোজা পারভীন ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আব্দুল মালেক।

ঘটনার বিষয়ে আরজু নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের বিষয়ে শুরু থেকেই তাদের নিষেধ করা হচ্ছিল। কিন্তু তারা তা অমান্য করে রাস্তার কাজ শুরু করে। জনতা বাধা দিলে দুই ট্রাক তারা ফেরত নিয়ে যায়।’

ঠিকাদারি প্রতিষ্ঠান সাব্বির হাসান ট্রেডার্সের স্বত্বাধিকারী সজীব আহমেদ বলেন, জনতার বাধার কারণে দুই ট্রাক নিম্নমানের খোয়া ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খোয়া সরবরাহকারী প্রতিষ্ঠান এসব সরবরাহ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

উপজেলা প্রকৌশল অফিসার মোছা. আফরোজা পারভীন বলেন, ‘এলাকাবাসীর অভিযোগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছে। এসব সরিয়ে মানসম্মত খোয়া দেওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, ‘সিডিউল অনুযায়ী কাজের গুণগত মান বুঝে নেওয়া হবে। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অপরাধে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

ঈদে দেশে ফেরা নিয়ে বিপাকে কুয়েত প্রবাসীরা

শুক্রবার হাতিরঝিলে শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’

আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে : রিজভী

এবার পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ ভারতের

কুয়েটের ঘটনায় ভিসির স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ পেয়েছে : শিবির সভাপতি

অপহরণের ৮ দিন পর মুক্তি পেলেন চবির ৫ শিক্ষার্থী

আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন

সিআরপি এবং মেন্টরস’ এডুকেশনের সমঝোতা স্মারক সই

প্রতারণা ও চাঁদাবাজি / মডেল মেঘনার জামিন মেলেনি 

১০

চলতি বছর দেশে আরও ৩০ লাখ মানুষ ‘অতি গরিব’ হওয়ার শঙ্কা

১১

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নেওয়ার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

১২

সীমান্তে ভারতীয় মা-ছেলেসহ ২১ বাংলাদেশি আটক

১৩

‘ওয়ার্ল্ড ল্যাবরেটরি ডে’ উপলক্ষে প্রাভা হেলথের শুভেচ্ছা

১৪

চাঁদাবাজদের ধরতে গিয়ে উল্টো গুলি করে নিরাপদে পিছু হটল পুলিশ

১৫

জিয়াউল আহসানের ১০০ বিঘা জমি জব্দ

১৬

কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক তথ্য

১৭

কমিউনিটি ক্লিনিক নিয়ে নড়েচড়ে বসছে সরকার

১৮

‘৩১ দফা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ আর আসতে পারবে না’

১৯

হৃদয় ভাঙার জন্য মাহির দুঃখ প্রকাশ

২০
X