বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেছেন, লাইব্রেরি একটি জ্ঞানের সমুদ্র। জ্ঞানার্জনের জন্য বই আর বইয়ের জন্য লাইব্রেরি। লাইব্রেরি ছাড়া নিজেকে এবং জগতকে আলোকিত করার কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হাতিয়া প্রেস ক্লাবের পরিচালনায় হাতিয়া পাবলিক লাইব্রেরি উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বই পড়ে শিক্ষার্থীরা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। এক সময় এ হাতিয়ায় শিক্ষার গুণগত মানসহ শিক্ষার হার ছিল লক্ষনীয়। কিন্তু হাতিয়ায় পরীক্ষার হলসমূহে নকল সাপ্লাইসহ নানা অনিয়মের ফলে শিক্ষার হার ও মান অধঃপতনের দিকে ধাবিত হয়েছে। নকলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এক শিক্ষককে গত বছর পরীক্ষার হল থেকে অপমানিত হতে হয়েছে।
তিনি আরও বলেন, লাইব্রেরিতে শুধু শিক্ষার্থীরা বই পড়ে মুক্ত জ্ঞানের চর্চা করবে তা নয়, এখনে সমাজের সকল মানুষ যাতে বই পড়ে জ্ঞানের বিকাশ ঘটাতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সকল ধর্ম ও মতাদর্শের বই থাকতে হবে।
এ সময় হাতিয়া প্রেস ক্লাবের সাংবাদিক ও জেলা সাংবাদিকসহ শিক্ষক এবং সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন