বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচাররা যদি মনে করে পুনরায় ক্ষমতায় এসে স্বৈরাচার কায়েম করবে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এদেশের ছাত্র-জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই। জুলাই-আগস্টে নরসিংদীর ছেলেরা বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাসে স্থান করেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত মঈন খানের প্রয়াত পিতা, সাবেক খাদ্যমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, আবারও যদি কেউ দেশের ক্ষতি করতে চায় তাদেরও প্রতিহত করা হবে। তবে এজন্য বিএনপির মতো সবাইকে জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করতে হবে। তাই বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করুন, যেখানে দিনের ভোট রাতে নয় দিনেই হবে। আমরা জনগণের জন্য রাজনীতি করি এবং সেই কারণে আমরা জনগণের ভোটকে বিশ্বাস করি। এ দেশে আর স্বৈরাচারের কোনো স্থান নেই।
স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টরাল গবেষক ও মঈন খানের কন্যা ড. মাহরীন খান। মঈন খানের স্ত্রী এবং মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোকসানা খন্দকারের সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন