‘ভ্যাট দেব জনে জনে, অংশ নেব উন্নয়নে’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ উপলক্ষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
পরে দুপুরে ময়মনসিংহে টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সমৃদ্ধ দেশ গড়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের গুরুত্ব দিন দিন বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ড দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। দেশের অবকাঠামোর অভূর্তপূর্ব উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমে অর্থের জোগানে ভ্যাট গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশ ও জাতির উন্নয়নে ভ্যাট ও কর দিতে হবে। বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের মানুষ যদি সঠিকভাবে ভ্যাট প্রদান করা হলে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। সব ধরনের কেনাকাটায় ভোক্তাদের ভ্যাট চালান গ্রহণের জন্য অনুরোধ করেন তিনি।
তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে যথাযথ ভ্যাট প্রদান করতে হবে। এবারের ভ্যাট দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘ভ্যাট দেব জনে জনে, অংশ নেব উন্নয়নে’। এ স্লোগানে মূলত ভ্যাট প্রদানে জনগণের ব্যাপকভিত্তিক অংশগ্রহণ ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
এ সময় ঢাকা উত্তরের কাস্টমস এক্সইজ ও ভ্যাট বিভাগের যুগ্ম কমিশানর মোহম্মদ ছালাউদ্দিন রিপনের সভাপতিত্বে ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার অঞ্জন কুমার সাহা, ভ্যাট ও কাস্টমস বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাইদুল আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন