ফেনীতে ডাকাতি মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নুরুল আলম প্রকাশ শিশিরকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বুধবার (১১ ডিসেম্বর) রাতে দীর্ঘ ২১ বছর পর ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার নুরুল আলম ফেনীর শর্শদি ইউনিয়নের দক্ষিণ আবুপুর গ্রামের গ্রামের আবুল হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার গভীর রাতে ফেনীর মোহাম্মদ আলী বাজার থেকে আসামি নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০০৩ সালে ফেনী মডেল থানায় দায়েরকৃত একটি মামলা রয়েছে। ডাকাতি মামলায় তিনি ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২,০০০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
জিজ্ঞাসাবাদে নুরুল আলম র্যাবকে জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২১ বছর ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন।
গ্রেপ্তার আসামিকে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছ থেকে হস্তান্তর করা হয়েছে বলে কালবেলাকে জানান ফেনীর র্যাব ক্যাম্পের ইনচার্জ শেখ মোহাম্মদ সেলিম।
মন্তব্য করুন