ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাত ৩টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ম্যানেজার আবু-আব্দুলা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যার পর থেকে পদ্মা, যমুনা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাটের ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্য কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে আটকা পরা ফেরি দুইটি পারে ভিড়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, কুয়াশার ঘনত্ব কমতে শুরু করছে। আশাকরছি ১ থেকে ২ ঘণ্টার মধ্যে ফেরি চলাচল করার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন