রাজশাহীর পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫০০ প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেন। বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসনিম।
ইউএনও বলেন, চলতি বছর বোরো মৌসুমে হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে প্রণোদনার আওতায় ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা দেওয়া হবে। এ ধানবীজ বিতরণের জন্য আমরা সব প্রস্তুতি শেষ করে বিতরণ প্রক্রিয়া শুরু করেছি। হাইব্রিড বোরো বীজতলা তৈরির জন্য দ্রুত এসব ধানবীজ বিতরণ সম্পন্ন করা হচ্ছে। এতে উপজেলায় বোরো হাইব্রিড ধানের চাষ বাড়বে। সেইসঙ্গে বাড়বে উৎপাদনও।
কৃষি কর্মকর্তা ফারজানা তাসনিম জানান, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে দুই কেজি করে হাইব্রিড বোরো ধানবীজ বিতরণ করা হচ্ছে। এ বছর লাল তীর হাইব্রিড টিয়া এইচটিএম-৭০৭ ও সুপার হাইব্রিড এসএল-৮ এইচ জাতের উচ্চ ফলনশীল ধানবীজ বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, এ ধানের চারা ২১ থেকে ২৫ দিনের মধ্যে জমিতে রোপণ করতে হবে। পরিমিত সার, সেচ ও বালাইনাশক দিলে বিঘাপ্রতি ফলন প্রায় ৩৫ থেকে ৩৬ মণ আশা করা যায়।
তিনি আরও জানান, ২০২৩-২৪ অর্থবছরে ৩ হাজার ৫০০ কৃষককে হাইব্রিড বীজ বিনামূল্যে দেওয়া হয়েছিল। এতে ৪৬৭ হেক্টর জমিতে হাইব্রিড ধানের আবাদ বেড়েছিল এবং ২ হাজার ৭১৮ টন চাল উৎপাদন বেড়েছিল।
মন্তব্য করুন