বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, কোনো বন্ধু যদি আমাদের মাটির প্রতি লোলুপ দৃষ্টি দিয়ে কোথাও এক ইঞ্চি জমি দখল করার চেষ্টা করে, আমরা তাদের হাত ভেঙে দিতেও দ্বিধাবোধ করব না। আপনারা আপনাদের স্বার্থ নিয়ে থাকেন। আমরা আমাদের স্বার্থ নিয়ে আছি। আপনারা একটা জাতি, আমরা ভিন্ন জাতি।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর জজকোর্ট সড়কে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, গত ১৫ বছর স্বৈরচারী হাসিনা টিকতে পারেনি। আপনারা শক্তি প্রদর্শন করে টিকতে পারবেন না। একজন আরেকজনকে সম্মান প্রদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান আরও বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার খাল কাটার নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। উন্নয়ন চোখে পড়ে না, চোখে পড়ে দুর্নীতি আর দুর্নীতি। তারা ক্ষমতা থাকা অবস্থায় হাজার হাজার কোটি টাকার মালিক এবং তাদের দোসররাও শত কোটি থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আজকে ব্যাংকের টাকা কোথায় গেল। তারা পালিয়ে যাওয়ার সময় ২৮ লাখ কোটি টাকা আত্মসাৎ করেছে।
তিনি আরও বলেন, আন্দোলন করার সময় যারা আমাদের ভাইদের গুলি করে হত্যা করেছে, তাদের বিচার করা হবে। তাদের বিচার করা না হলে রাজনীতি পরিচ্ছন্ন হবে না।
তিনি বলেন, দেশের এমন কোনো গ্রাম নাই যেখানে কৃষকদলের অবস্থান নাই। ৬৮ হাজার গ্রামের দেশে কৃষক দলের অবস্থান। সাম্প্রতিক বন্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পুনর্বাসন ও কৃষি ঋণ সুদ মওকুফ করতে হবে। এত দুঃখের মধ্যে হাজার হাজার কৃষকরা আজ হাসিমুখে এ সমাবেশে যোগ দিয়েছে।
জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহী পলাশের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সম্পাদক শাহ আবদুল্যাহ আল বাকী, জেলা বিএনপির নেতা আবু নাছের, সলিম উল্যাহ বাহার হিরণ, ভিপি জসিম, গিয়াস উদ্দিন সেলিম, কৃষক দলের জেলা সদস্য সচিব জিএস হারুনসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা।
পরে মো. শাহজাহানের নেতৃত্বে এক বিশাল র্যালি মাইজদী শহর প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন