বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেছেন, সীমান্তের পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের সব সময় বন্ধুত্বসুলভ আচরণ ছিল। তবে অনাকাঙ্ক্ষিতভাবে বিশেষ একটি ইস্যু নিয়ে অসন্তুষ্টি চলছে। আমাদের এ বিষয়গুলোর প্রতি একটু সতর্ক থাকতে হবে। সর্তকতার সঙ্গে কাজ ও বিষয়গুলো উপলব্ধি করতে হবে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে আলীকদমে উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির উদ্যেগে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সাচিংপ্রু জেরী।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসমাবেশে অংশগ্রহণ করেন।
তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে যারা জড়িত আছেন সেসব ফোরামকে নিয়ে একাত্ম্য হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে মেরামত হওয়া দরকার। সংস্কার হওয়া দরকার। আমাদের চেয়ারম্যান সুচিন্তিতভাবে রূপরেখা দিয়েছেন। আমাদের সবচেয়ে প্রাপ্তি হচ্ছে সুশাসন। ভোটাধিকারের যে প্রক্রিয়া শুরু হয়ে সেটাকে গুরুত্ব দিতে হবে। সুশাসন এবং ভোটাধিকার থাকলে সেটার সুফল আমরা ভোগ করব।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র নেতা অধ্যাপক মো. ওসমান গণি, সা শৈ প্রু, বিএনপি নেতা মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, বিএনপি নেত্রী উম্মে কুলসুম লিনা, সাবেক লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, আলীকদম উপজেলা বিএনপি নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন