ফরিদপুরের সালথায় মাদক ব্যবসায়ী ছেলেকে আটকের সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন মো. জাফর শেখ (৫৫) নামে এক ব্যক্তি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া জাফর শেখ দিয়াপাড়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে।
দিয়াপাড়া গ্রামের বাসিন্দারা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দিয়াপাড়া গ্রামে সালথা থানা পুলিশ অভিযান চালিয়ে জাফর শেখের ছেলে জুবায়ের শেখকে (২৩) গাজাসহ আটক করে নিয়ে যায়। জুবায়েরকে আটকের সময় তার বাবা জাফর শেখ পুলিশের ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে তিনি স্ট্রোক করেন। এর আধা ঘণ্টা পরই তিনি মারা যান।
সালথা থানার ওসি মো. আতাউর রহমান কালবেলাকে বলেন, এএসআই শফিকুল পুলিশের একটি টিম নিয়ে দিয়াপাড়া গ্রামে গিয়ে মাদক ব্যবসায়ী জুবায়েরকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে নিয়ে আসে। পরে খবর পেলাম যে, ছেলের আটকের খবরে তার বাবা জাফর শেখ স্ট্রোক করে মারা গেছেন।
মন্তব্য করুন