নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দুই আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) আসামিদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন- উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামের শাহনেওয়াজ ও লাউফা খরিয়াকান্দা গ্রামের ইব্রাহিম। বারহাট্টা থানার ওসি কামরুল হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার গড়মা গ্রামের সবুজ মিয়ার ছেলে আশিক মিয়া ৪ আগস্ট নিজের কর্মস্থল বারহাট্টা বাজার মডেল স্কুল মোড় মাই ল্যাব নামে একটি প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে থানায় একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক কাশেমসহ ২৫ জনকে আসামি করেন। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয় ৩০/৪০ জনকে।
ওসি কামরুল হাসান বলেন, মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে দুজনকে ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন