নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে শিশির, তাপমাত্রা ১১ ডিগ্রি

তীব্র শীতে জবুথবু অবস্থা নওগাঁর মানুষের। ছবি : কালবেলা
তীব্র শীতে জবুথবু অবস্থা নওগাঁর মানুষের। ছবি : কালবেলা

কৃষিপ্রধান দেশের শস্য ও ধানের রাজ্য হিসেবে খ্যাত উত্তরের জেলা নওগাঁ। এ জেলার অধিকাংশ মানুষ কৃষক ও দিনমজুর। এ জনপদে গত দুই-তিন দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এ ছাড়া উত্তরের হিমেল হওয়া শীতের সেই তীব্রতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আর বৃষ্টির মতো ঝরা শিশিরের সঙ্গে হিমেল হাওয়ায় ঠান্ডায় জবুথবু এ জেলার মানুষ। এতে স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার ১০ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের অনেকেই শীতের কারণে বিপাকে পড়েছেন। বিশেষ করে যারা ভ্যান, রিকশা, মোটরসাইকেল বা সাইকেলে চলাচল করেন তাদের জন্য কুয়াশা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঘন কুয়াশার কারণে ঘটছে দুর্ঘটনাও। গত দুই দিনে এ জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। নওগাঁ সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে শীতজনিত রোগীদের ভিড়। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

সদর উপজেলার শিবপুর ব্রিজ এলাকার রিকশাচালক সাইদুল বলেন, এত বেশি শীত পড়েছে যার কারণে রিকশা চালানো যাচ্ছে না। হাত-পা শিটকা লেগে যাচ্ছে। মানুষ ঘরের বাইরে বের না হওয়ায় ভাড়া কমে গেছে। এতে সংসার চালাতে খুব সমস্যা হচ্ছে।

রাণীনগর উপজেলার কৃষক তুষার বলেন, জমিতে শাক-সবজিসহ আলু ও সরিষা লাগিয়েছি। কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির মতো পড়ছে শিশির। ঠান্ডার কারণে জমিতে যেতে ভয় লাগছে। এভাবে চলতে থাকলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

সংসারের প্রয়োজনে বাজার করতে এসেছিলেন সুজন। তিনি জানান, হঠাৎ করে এতো কুয়াশা পড়েছে সামনে কিছু দেখা যাচ্ছে না। সেই সঙ্গে বৃষ্টির মতো পড়ছে শিশির। প্রয়োজন না হলে ঘর থেকে বের হতাম না।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান কালবেলাকে জানান, আজ বুধবার জেলায় তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন ধরেই তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে উঠানামা করছে। আগামী দুই-একদিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ডিসেম্বর : নামাজের সময়সূচি

১২ ডিসেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ফেসবুক-ইনস্টাগ্রাম কি স্বাভাবিক হল?

‘তারুণ্যের শক্তিই দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দেবে’

তেঁতুলিয়া সীমান্তে নারীসহ আটক ৫ বাংলাদেশি

কাজ করছে না ফেসবুক-ইনস্টাগ্রাম

ভাসানী এক মহীরুহের অগ্নিক্ষরা সংগ্রামী জীবন : বাংলাদেশ ন্যাপ

ট্রাকচাপায় নিহত ২ মোটরসাইকেল আরোহী

নির্বাচনের আগে দুটি বিষয়ের সমাধান চান জামায়াত আমির

১০

আসিফ নজরুলকে ‘র’ এজেন্ট বলায় আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

১১

আপনাদের স্বার্থ নিয়ে থাকেন, ভারতকে মো. শাহজাহান

১২

শিশুকে ‘ধর্ষণের পর হত্যা, ধর্ষককেও’ পিটিয়ে মারলেন এলাকাবাসী

১৩

বিশ্বমানের শিক্ষার সুযোগ দিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি

১৪

নওগাঁয় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

১৫

‘দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে তারেক রহমান কাজ করছেন’

১৬

দামেস্কের কাছে পৌঁছে গেছে ইসরায়েলি বাহিনী

১৭

এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা নারীসহ আটক ৩

১৮

কলকাতায় হাহাকার, বাংলাদেশিদের অভাবে পথে বসছেন ব্যবসায়ীরা

১৯

আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানের কাছে মিরাজ

২০
X